টেকভিশন২৪ ডেস্ক: সিঙ্গাপুরে এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল এর ওপেন স্পেস ক্যাটাগরিতে স্থান পেয়েছে ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা ‘C2H4’।
পূর্বেই ধারনকৃত কনটেম্পোরারি মুভমেন্ট ও পার্ফরমেন্স আর্ট ফর্মের ধাঁচে নির্মিত তানভীর শেখ এর একক পরিবেশনাটি প্রদর্শিত হবে আগামী ২৬শে ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার, বাংলাদেশ সময় দুপুর ১:১০ মিনিটে অনলাইন মাধ্যমে।
এ প্রসঙ্গে ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রধান তানভীর শেখ জানান, প্রদর্শণী শেষে ডিরেক্টর’স মিট এ অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার।
এ বিষয়ে তিনি আরো বলেন, আন্তর্জাতিক এ আসরে ঐদিন সিঙ্গাপুর, জাপান ও কম্বোডিয়ার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ব্ল্যাকফ্লেইম থিয়েটার এবং এই পুরো আয়োজনটি সরাসরি উপভোগ করা যাবে এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে।