টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে অর্থ অবমুক্তির ভিত্তিতে ১ম স্থান অর্জন করেছে। অর্থ অবমুক্তির ভিত্তিতে এ বিভাগের এডিপি বাস্তবায়নের হার শতকরা ৯৯.৯২ ভাগ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মন্ত্রণালয়/বিভাগসমূহের মাসিক ভিত্তিতে এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে আজ এ তথ্য প্রকাশিত হয়।
সফল এই বিভাগের দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে আইসিটি বিভাগের অধীন কারিগরি সহায়তাসহ মোট ২৮টি প্রকল্প বাস্তবায়নাধীন ছিল।
মঙ্গলবার ১৭ আগস্ট আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম জানিয়েছেন।