রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
28 C
Dhaka

‘এইও’ সিস্টেম চালু করল জাতীয় রাজস্ব বোর্ড

টেকভিশন২৪ ডেস্ক: আমদানি-রপ্তানি ব্যবসা আরও সহজ ও ঝুঁকিমুক্ত করার লক্ষে ‘অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও)’ সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘এইও’ প্রতিষ্ঠানগুলোর অটোমেটেড পদ্ধতিতে এসব প্রতিষ্ঠানের জন্য প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুসরণ করে আমদানি করা পণ্য অতি দ্রুত খালাসে এবং রপ্তানি পণ্যের শুল্কায়নে বিশেষ সুবিধা প্রাপ্য হবে।

এখন থেকে ‘এইও’ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২০ শতাংশ পণ্য চালান স্বয়ংক্রিয়ভাবে নিজেরাই শুল্কায়ন করতে পারবে। এ ক্ষেত্রে কাস্টমসের কোনো হস্তক্ষেপ ছাড়াই ‘এইও’ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নিজেরাই এর মাধ্যমে শুল্ক-করাদি পরিশোধ করে সরাসরি জাহাজ থেকে আমদানি করা পণ্য নিজেদের গুদামে নিতে পারবে। ‘এইও’ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পণ্য চালানগুলোর ৫০ শতাংশের কম পণ্য ঝুঁকি ব্যবস্থাপনার আওতাধীন থাকবে।

গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) ‘এইও’ সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি জাভেদ আক্তার। বক্তব্য রাখেন এনবিআর সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) কাজী মোস্তাফিজুর রহমান, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং, বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্টের চিফ অব পার্টি মাইকেল জে পার। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

‘এইও’ প্রতিষ্ঠানগুলো তাদের যেসব পণ্যের রাসায়নিক পরীক্ষা প্রয়োজন সেসব পণ্যের রাসায়নিক পরীক্ষা ছাড়াই সাময়িক শুল্কায়ন করে খালাস করতে পারবে, অগ্রিম রুলিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। যেক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে ৭৫ শতাংশ ব্যাংক গ্যারান্টি এবং ২৫ শতাংশ অঙ্গীকার প্রদানের মাধ্যমে মালামাল খালাসের সুবিধা পাবে। এতে আইন মান্যকারী করদাতা প্রতিষ্ঠানের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে।

ইমপোর্ট-এক্সপোর্ট হাব নামক পৃথক একটি অনলাইন পোর্টাল চালু
পাশাপাশি এনবিআর কর্তৃক ইমপোর্ট-এক্সপোর্ট হাব নামক পৃথক একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। আমদানিকারক ও রপ্তানিকারকরা পণ্য চালান আমদানি-রপ্তানির আগেই অফিসে বসে তার আমদানি ও রপ্তানি পণ্যের এইচএস কোড, ট্যারিফ, হিসাব, কোন কোন রেগুলেটরি সনদের প্রয়োজন, এরূপ পণ্য আমদানির বা রপ্তানির ক্ষেত্রে কী কী সুবিধা বিদ্যমান এবং বিশেষ কোনো শর্ত আছে কি না–তা যেন সহজে জানতে পারেন সে লক্ষ্যে একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। অনলাইন পোর্টালটি ইউএসডিএর অর্থায়নে প্রস্তুত করা হয়।

আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ, ব্যয় হ্রাসকরণ ও পণ্য খালাস পদ্ধতি সহজীকরণ এবং বৈধ ট্রেডকে সহযোগিতা ও উৎসাহিত করার লক্ষ্যে এনবিআর কর্তৃক ডব্লিউসিও ও ডব্লিউটিওর নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশল, পদ্ধতি ও ব্যবস্থাপনার আদলে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গত ২ জানুয়ারি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো চালু করা হয়। যার মাধ্যমে গত এক মাসে সাতটি রেগুলেটরি অথরিটি অনলাইনে এক লাখের বেশি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যু করেছে।

বিএসডব্লিউ, এইও, ইমপোর্ট-এক্সপোর্ট হাব, কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২০২৮ বাস্তবায়নের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে এনবিআর।

এই সপ্তাহের জনপ্রিয়

নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে সবাইকে...

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করা হবে: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেন্টরি করুন। বিগত...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

গেমারদের জন্য নতুন মনিটর আনলো এলজি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে এলজি...

আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে...

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বাক্কো’র ইফতার আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘৫ম পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানালো বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img