টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী কিছু পণ্য ও সেবার ওপর ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্ক পুনঃনির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২২ জানুয়ারি) এনবিআর চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা (আইএসপি), রেস্তোরাঁ, এবং মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ খাত থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
ওষুধ খাতে ভ্যাট হ্রাস:
সকল জনগণের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে ওষুধ শিল্পে ব্যবসায়িক পর্যায়ের বর্ধিত ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহার করে পূর্বের হার ২.৪% বহাল রাখা হয়েছে।
মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় শুল্ক প্রত্যাহার:
ডিজিটাইজেশন কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে মোবাইল ফোন সিম ব্যবহারের সেবায় আরোপিত সম্পূরক শুল্ক এবং ইন্টারনেট সেবায় নতুন আরোপিত শুল্ক সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে।
রেস্তোরাঁ খাতে স্বস্তি:
থ্রি স্টার বা তার চেয়ে উঁচু মানের হোটেল-রেস্তোরাঁ ছাড়া অন্যান্য সব রেস্তোরাঁর ওপর বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে খাবারের দাম বাড়ার আশঙ্কা আর থাকছে না।
গ্যারেজ ও ওয়ার্কশপে ভ্যাট কমানো:
মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবায় আরোপিত বর্ধিত ভ্যাটও তুলে নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তগুলো সরকারের রাজস্ব আদায়ে কিছুটা প্রভাব ফেললেও, সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।