ইপসন ব্রান্ডের প্রজেক্টর বাজারে

বিভিন্ন কর্পোরেট মিটিং, সভা, সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকরী একটি প্রজেক্টর হচ্ছে বিশ্বখ্যাত ইপসন ব্র্যান্ডের EB-W05 মডেলের 3LCD টেকনোলজির প্রজেক্টর । এটিতে ব্যবহৃত হয়েছে ডঢএঅ (১২৮০*৮০০ পিক্সেল) রেজুলেশন, ১৬:১০ এস্পেক্ট রেশিও এবং ব্রাইটনেস ৩৩০০ লুমেন্স।

প্রজেক্টরটির হোম স্ক্রিন এতটাই ইউজার ফ্রেন্ডলি যে এতে ব্যবহৃত সমস্ত ফাংশন চাইলে একসাথে নিয়ন্ত্রন করতে পারবেন। এটির অন্যান্য ফিচার হিসেবে রয়েছে কীস্টোন স্নাইডার, ইকো-মোডে ১০,০০০ ঘন্টা ল্যাম্প লাইফ, বিল্ট ইন অডিও স্পিকার সহ সরাসরি পাওয়ার অন-অফ এর সুবিধা।

পণ্যটিতে ২ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিস্তারিতঃ ০১৭৯৯-৯৮৬৮৮৫।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন