আইএসপিএবি-নিক্স পপ ঢাকাসহ বিভাগীয় শহর ও প্রতিটি থানায় স্থাপন করা হবে

আইএসপিএবি
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এর মাননীয় মন্ত্রী, জনাব মোস্তফা জব্বার

টেকভিশন২৪ ডেস্কঃ সম্প্রতি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট (ISPAB NIX ) এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ডিজিটাল পদ্ধতিতে ইলেকট্রনিক বাটন টিপে নতুন ইন্টারনেট সেবা আইএসপিএবি নিক্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এর মন্ত্রী, মোস্তফা জব্বার। তিনি তার বক্তব্যে বলেন সভ্যাতার চূড়ান্ত মহাসড়ক ইন্টারনেট। এই মহাসড়ক ছাড়া ডিজিটাল কিংবা স্মার্ট কোনো বাংলাদেশই গড়ে উঠবে না। যে স্বপ্নই দেখি না কেন তা অধরা থাকবে। ভয়েস কল ও ইন্টারনেট কে টিকবে বা কে টিকবে না তা ভবিষ্যতের ওপর ছেড়ে দেন। আমরা ডেটা ভিত্তিক সভ্যতায় যাচ্ছি। তাই ডেটা’র মহাসড়ক তৈরি করতে না পারলে ডেটা সভ্যতা গড়ে তোলা সম্ভব হবে না।

আইএসপিএবি’র মহাসড়ক যত প্রশস্ত, মসৃণ ও সহজলভ্য হবে ততটাই বিস্তার লাভ করবে স্মার্ট বাংলাদেশ। ‘একদেশ এক রেট’ বাস্তবায়নে আইএসপিরা অনন্য ভূমিকা পালন করেছে। এটা মাঠ পর্যায়ে বাস্তবায়নে আমি আন্তরিকভাবে আইএসপিএবি’কে অভিনন্দন জানাই। আমি মনে করি, দেশের অন্যান্য বাণিজ্যিক সংগঠনগুলো আইএসপিএবি-কে অনুসরণ করে ট্রাস্ট গড়ে জনগণকে সেবা দেবে।

তিনি বলেন, সীমাহিন ভাবে কোনো লাইসেন্স চলতে দেয়া যায় না। গত ৫ বছরে আমরা আপানাদের যুক্তিসঙ্গত দাবি পূরণ করেছি। আগামীতেও জনগণের স্বার্থ সুরক্ষায় আপনাদের সব দাবি মেনে নেয়াই আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদেও সম্মতি ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবো না। ‘ক্যাশসার্ভার’ বিষয়ে দেশের নিরাপত্তা এবং সাংস্কৃতিক সুরক্ষার বিষয় তুলে ধরে বলেন জনগণের নিরাপত্তা অনুযায়ী তাদের সেবা আমাদের দেবে। কিন্তু যেই জিনিস রাষ্ট্রের জন্য ক্ষতিকর তা চলতে দেয়া হবে না।

আইএসপিএবি
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এর মাননীয় মন্ত্রী, জনাব মোস্তফা জব্বার

বিশেষ অতিথি হিসাবে বিটিআরসি চেয়্যাম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, ২৩০ দেশের মধ্যে ইন্টারনেটের কম দামে ৮ নম্বরে বাংলাদেশ। সবার সম্মিলিত চেষ্টাতেই আমরা এক দেশ এক রেট বাস্তবায়ন করেছি। আইএসপি-কে লোকাল কন্টেন্ট ব্যবহারে আইএসপিবি নিক্স দারুণ কাজে লাগবে অভিমত ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ, আইএসপি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনাদের দাবিগুলো লিখিত ভাবে দিন, মানুষের কাজে লাগলে আপনাদের সব দাবী পূরণ করা হবে বলে আশ্বস্থ করেন ।

বিশেষ অতিথির বক্তব্যে আবদুর রহমান বলেন, আইএসপিএবি’র নিক্স আমাদের ইন্টারনেটের বিপদ থেকে রক্ষা দেবে বলে মনে করি। পাশাপাশি দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে আমরা আমাদের ল্যাব প্রতিষ্ঠার সুযোগ প্রসারিত করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সভাপতি মোঃ ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিক্স থাকার পরও কেন আইএসপিএবি নিক্স করা হলো তা তুলে ধরে বলেন, ঢাকায় শুধুমাত্র একটি পপ ছিলো। কিন্তু আমরা এরই মধ্যে ৪টি নিক্স পপ স্থাপন করেছি। পরীক্ষামূলক চালুর তিন মাসের মধ্যে ৬০ জিবিপিএস ট্রাফিক পেয়েছি। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যে বিভাগীয় শহর ও প্রতিটি থানায় নিক্স পপ স্থাপন করা হবে।

তিনি আরো বলেন ISPAB NIX স্থাপনের ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মান আরো উন্নত এবং সমৃদ্ধ হবে  এর ফলে NIX এর সাথে সংযোগকারী গ্রাহকগন আরও উচ্চগতি সম্পন্ন, নির্ভরযোগ্য এবং স্থিতিস্থাপক আইপি ট্রাফিক এক্সচেঞ্জ সুবিধা প্রদানে এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে। গ্রাহকদের দ্রুত – নির্ভরযোগ্য এবং কম খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রদানের পথ প্রশস্ত হয়েছে। ISPAB NIX স্থাপনের ফলে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার গুণগত মান বৃদ্ধি ও কাঠামোগত সংযোগ সমৃদ্ধি ও শক্তিশালী হবে। দেশের আভ্যন্তরীণ গ্রাহক তথ্য দেশের ভিতরেই থাকবে, ফলে সাইবার অ্যাটাকের সম্ভাবনা হ্রাস পাবে ও সাইবার সিকিউরিটি বহুগুনে বৃদ্ধি পাবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া বলেন, নতুন লাইসেন্স নীতিতে সদয় হয়ে তাদের লাইসেন্স নবায়ন ও আপগ্রেডেশনের সুযোগ রাখা না হলে এই ব্যবসায় প্রসারিত হবে না। এনটিটিএনদের জন্য সুযোগ দেয়ার পাশাপাশি আইএসপি’রা যেনো তৃণমূলে সহজেই সংযোগ দিতে পারেন সে জন্য সহযোগিতা চাই। কিন্তু পেশী শক্তির কারণে আমরা এক দেশে এক রেট বাস্তবায়ন করতে পারছি না। তারপরও ‘লোকাল কন্টেন্ট’ উন্নয়নে আমরা আজ নিক্স স্থাপন করলাম।

তাছাড়া আরো উপস্থিত ছিলেন ইন্টারনেট সংশ্লিষ্ট  ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, আইএসপি অ্যাসোসিয়েশনের নির্বাহী কাউন্সিলর ও অন্যান্য সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেত্রীবৃন্দ এবং নিক্সের নতুন গ্রাহক ও শুভাকাক্সক্ষী বৃন্দ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। অতঃপর উপস্থিত আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন