২০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

অ্যামাজন

টেকভিশন২৪ ডেস্কঃ ১০ হাজার নয় ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আগামী বছরের শুরুতে ছাঁটাই শুরু হবে। ডিস্ট্রিবিউশন, টেকনিক্যাল, কর্পোরেটসহ সকল বিভাগে ছাঁটাইয়ের পরিকল্পনা অ্যামাজনের। খবর নিউইয়র্কস টাইমস।

প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের কাজের ধরন ও পারফরম্যান্সের ওপর নজর রাখতে। এই প্রক্রিয়া শেষে প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই প্রক্রিয়ায় পড়তে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির বৈশ্বিক জনবলের সংখ্যা ১৫ লাখের বেশি। তারা মূলত ঘণ্টা ভিত্তিক কাজ করে থাকে।

এর আগে নভেম্বরের মাঝামাঝিতে জানা গেছে, অ্যামাজন ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। আর এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার।

টুইটার ও ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটার পর অ্যামাজনে এমন সিদ্ধান্ত।

উল্লেখ্য, গ্রাহক ব্যাপকভাবে অনলাইনে কেনাকাটার দিকে মনোযোগী হওয়ার কারণে করোনা মহামারি চলাকালীন অ্যামাজন মুনাফার দিক থেকে রেকর্ড করেছিল। গত দুই বছরে অ্যামাজন তাদের জনবল বাড়িয়ে দ্বিগুণ করেছিল। তবে চলতি বছরের শুরুর দিকে অ্যামাজনের প্রবৃদ্ধির পরিমাণ কমে দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দাঁড়ায়।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন