সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
24 C
Dhaka

অবশেষে দেশের বাজারে বহুল প্রতীক্ষিত রেনো ৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে দেশের বাজারে জনপ্রিয় রেনো সিরিজের নতুন ফোন আনছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। ৪ নভেম্বর (বৃহস্পতিবার) এক অনলাইন ইভেন্টের মাধ্যমে রেনো ৬ ফোনটি উন্মোচন করা হয়। উল্লেখ্য, সারাবিশ্বের মতো দেশেও রেনো সিরিজের গ্রাহক গ্রহণযোগ্যতা রয়েছে। এরই ধারাবাহিকতায় ফোনটি নিয়ে এসেছে অপো।

অপো জানায়, মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করতে দীর্ঘদিন ধরে কাটিং-এজ প্রযুক্তি নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় রেনো ৬ ফোনে এমন কিছু আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে।

রেনো ৬ ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রটে। সোশ্যাল মিডিয়ায় ছবির ব্যবহারসহ বিভিন্ন কারণে যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য ফিচারটি হবে একদম মনের মতো। শুধু ফটোগ্রাফি নয়, ইউটিউবসহ নানা মাধ্যমে ব্যবহারের জন্য যারা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য রাখা হয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ ও এআই হাইলাইট ভিডিও। এর ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি প্রিয়দের মনের ক্ষুধা মেটাবে। একদম প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দিবে।

বাধাহীন শক্তিশালী পারফরমেন্স দিতে ফোনটিতে রাখা হয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। যারা বড় স্টোরেজ ব্যবহার করে অভ্যস্ত তাদের ৫জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুযোগ রয়েছে। তাই একইসাথে যারা ফোনে বহুমুখী কাজ করেন তাদের আর বাড়তি চিন্তা করতে হবে না।

আর সহজে সবখানে যাতে ফোনটি তালুবন্দি করা যায় সেভাবেই ফোনটির ডিজাইন করা হয়েছে। কারণ ফোনটির পুরুত্ব ৭.৮ মিলিমিটার ও ওজন মাত্র ১৭৩ গ্রাম। রেনো সিরিজের বৈশিষ্ট্য অনুযায়ী সুপার স্লিম ডিজাইনের সাথে আছে রেনো গ্লো ইফেক্ট। আছে ফ্রিঙ্গারপ্রিন্ট ও স্ক্যাচ প্রতিরোধক ফিচার। এর ৯০ হার্জ রিফ্রেশ হার যেকোন পরিস্থিতিতে বাঁধাহীনভাবে ফোন চালাতে সাহায্য করবে। কোথাও আটকাবে না। ৪ হাজার ৩১০ এমএএইচ ব্যাটারির সাথে আছে ৫০ ওয়াটের ফ্লাশ চার্জ। অপো ল্যাব টেস্টে এটা প্রমাণিত যে, ফ্লাশ চার্জ থাকার কারণে মাত্র ৪৮ মিনিটে ফোনটি শতভাগ ফুল চার্জ হবে।

এর অন্যান্য আরো ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সুপার পাওয়ার সেভিং মোড। ফোনে মাত্র ৫% চার্জ থাকলেও কাজ চালিয়ে নেওয়া যাবে। ফিচারটি যেকোন বিপদের মুহুর্তে আপনাকে রক্ষা করবে। রাতের জন্য আছে সুপার নাইটটাইম স্ট্যান্ডবাই ফিচার। ফিচারটি কালারওএস অপারেটিং সিস্টেমের মাধ্যমে মানুষের বেডটাইম রুটিন ঠিক রাখে। সুপার নাইটটাম ফিচারের কারণে সারারাত মাত্র ৩% চার্জ শেষ হয়।

তাছাড়া, ফোন গরম হওয়া আজকাল সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রেনো ৬ ফোনের গরম হওয়া ঠেকাতে আছে মাল্টি কুলিং সিস্টেম। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারেও রেনো ৬ গরম হবে না।

অপো ভক্তদের বহুল প্রতিক্ষীত ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ৩২,৯৯০ টাকা। বৃহস্পতিবার থেকে দেশের সব আউটলেট ও অনলাইন মার্কেটপ্লেসে ফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটির প্রি-অর্ডার চলবে ৪-১০ নভেম্বর। মাত্র ২ হাজার টাকা প্রি-অর্ডার করলে আকর্ষণীয় অফার ও পুরস্কার রয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে ফ্রি ব্লুটুথ স্পিকার, ১২ জিবি পর্যন্ত ডাটা বান্ডেল অফার এবং তিন মাসের জন্য ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট কার্ড সুবিধা। গ্রাহকরা প্রি-বুকিংয়ে ১৫% এক্সটা এক্সচেঞ্জ অফার পাবেন। ২০ নভেম্বর পর্যন্ত এই এক্সচেঞ্জ অফার চলবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই...

শহীদ পরিবারের পাশে দাঁড়ালো স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার...

স্টারলিংক ও বাংলাদেশ ইন্টারনেট

ইকবাল আহমদ ফখরুল হাসান: বাংলাদেশে ইন্টারনেটের শুরুটা হয় স্যাটেলাইট...

সর্বশেষ

ডিসলাইক বাটনের পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: ইনস্টাগ্রাম একটি নতুন ডিসলাইক বাটন পরীক্ষা করছে,...

অনলাইনে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে অনলাইনে সারা বছর আয়কর রিটার্ন...

২০-৩০ হাজার টাকার মধ্যে সেরা কিছু এআই ফোন

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) রূপান্তরমূলক যাত্রার শুরু হয়...

প্রাইম ব্যাংকের সাথে বিকাশের পেরোল চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি-র...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img