বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২০তম বিডিনগ সম্মেলন এবার সিলেটে অনুষ্ঠিত হবে। ৪ দিনের বিডিনগ-২০ সম্মেলন ও কর্মশালা সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল ও রিসোর্টে অনুষ্ঠিত হবে। আগামী ১১ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে কারিগরি কর্মশালা এবং ১৪ নভেম্বর আয়োজন করা হবে সম্মেলন। সম্মেলনের সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
সম্মেলনে উপস্থিত থাকবেন বিডিনগের সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ। বক্তব্য রাখবেন আইএসবিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা-সহ আরও অনেকে।
বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব বলেন, এবারের কারিগরি কর্মশালায় তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। ১. নেটওয়ার্ক অ্যান্ড ডিএনএস সিকিউরিটি, ২. ভার্চুয়ালাইজেশন উইথ প্রক্সমক্স, ৩ অ্যাডভান্স রাউটিং উইথ মাইক্রোটিক। আমরা আশা করছি, প্রকৌশলীদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা তাদের পেশাগত কর্মদক্ষতাকে আরও উন্নত করবে। যার সুফল পাবে দেশের আইএসপি খাত।


