টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড পরিবেশিত ব্রান্ড গিগাবাইট এর টিম ‘গিগাবাইট টাইটানস’। ১৩ মে ২০২৫ তারিখে রাজধানীর বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ এবং নারী উভয় বিভাগেই স্বপ্নধরা স্পার্টানসকে পরাজিত করে গিগাবাইট টাইটানস।
সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার অনুভুতি প্রকাশ করে গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান টেকভিশন২৪ প্রতিনিধিকে বলেন, শুরু থেকে আমাদের টিম ওয়ার্ক এবং আত্মবিশ্বাস ছিলো আমরা ভালো করবো। সেই বিশ্বাসই আমাদের সফলতার মূল কারণ।

আনাস আরো বলেন, আমাদের ‘গিগাবাইট টাইটানস’ টিম চ্যাম্পিয়ন হওয়া আমি টিম ম্যানেজারসহ সকল খেলোয়াড়, গিগাবাইট টিম এবং আমাদের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাই। সকলের আন্তরিকতা ও টিমের দৃড় মনোবলের কারণেই আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছি।
গিগাবাইট টাইটানস এর মেন্টর ছিলেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা কামাল রাজ এবং ক্রিকেটার হিসেবে অংশগ্রহন করেছেন সিয়াম, মেহজাবীন, মৌসুমী হামিদ, তানহা তাসনিয়া, রাফসান, পার্থ শেখ, পাভেল, জাহিদ, আনিকা, মাহা এবং মালিহা সহ একঝাঁক তারকা।