মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
33 C
Dhaka

শুরু হলো আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ‍

প্রথম দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত, আইটি পল্লী, সিএনসি বিক্রমপুর, টিম অরাস এবং ইমপেইস কোয়ার্টার ফাইনালে।

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ এর উদ্বোধন অনুষ্ঠান এবং প্রথম দিনের চারটি ম্যাচ ১২ ডিসেম্বর শনিবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটস্ট্যান্ডিং (বাক্কো) এর সভাপতি ওয়াহিদ শরীফ, বিসিএস এর সাবেক সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বিসিএস ইভেন্ট ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান ইউসুফ আলী শামীম, আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া এবং টুর্নামেন্টের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান টিটো’র উপস্থিতিতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, খেলাধুলা মানুষের শরীর এবং মনে ইতিবাচক ‍ভূমিকা রাখে। করোনার প্রথম স্টেজ শেষ হওয়ার পর বিসিএস এর এই ক্রিকেট টুর্নামেন্ট তথ্যপ্রযুক্তি খাতের মানুষদের জন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এমন একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রথমবারের মতো আমরা তথ্যপ্রযুক্তি খাতের জন্য এমন টুর্নামেন্টের আয়োজন করেছি। এই টুর্নামেন্টের মাধ্যমে আইসিটি খাতের লোকদের মধ্যে ভাতৃত্ববোধ দৃঢ় হবে বলেই আমার বিশ্বাস।

বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বিসিএস এর এমন আয়োজন প্রশংসনীয়। তথ্যপ্রযুক্তি খাতে আমাদের এত ব্যস্ততায় সময় কাটে যে আমরা সাধারণ সময়ে অন্য কোন বিনোদনে যুক্ত হওয়ার সুযোগ সহজে পাই না। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা কিছুটা সময় আনন্দে উল্লাসে কাটাবো।

আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বিসিএস ক্রীড়া জগতে প্রবেশ করলো। বিসিএস এর জন্য এটি একটি ইতিহাস। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আমরা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করি।

আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে হক ব্রাদার্স, এফবিএল কিংস স্টার, টেক রিপাবলিক লিমিটেড এবং এমএসআই সুপ্রিমকে হারিয়ে আইটি পল্লী, সি এন্ড সি বিক্রমপুর, টিম অরাস এবং ইনপেইস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। অপরাজিত ৪৩ রান করে প্রথম খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় আইটি পল্লীর তন্ময়, হ্যাট্রিক উইকেট নিয়ে দ্বিতীয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ সজীব, তৃতীয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ টিম অরাসের শরিফুল্লাহ এবং দলের জয় নিশ্চিত করার ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করে চতুর্থ খেলায় ম্যান অব দ্য ম্যাচ ইনপেইস এর ইমন।

রবিবার সকালে এবি কম্পিউটারের বিপক্ষে খেলবে এক্সেল রয়েলস। দ্বিতীয় খেলায় সিটি রোয়ারের মুখোমুখি হবে নাঈম ওয়ারিয়র। দুপুরে বাক্কোর মুখোমুখি হবে থ্রি এস টাইগার্স। প্রথম রাউন্ডের শেষ খেলায় এমসিএস সুপার কিংসের প্রতিপক্ষ আইএসপিএবি।

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর বেলা ২টায় আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

জাইঝেল-এর পরিবেশক এখন ষ্টার টেক

টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানের বিশ্ববিখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘Zyxel’ এর পরিবেশক...

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ফয়েজ আহমদ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে...

স্টারটেকের নতুন শোরুম এলিফ্যান্ট রোড মিনিতা প্লাজায়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং...

সর্বশেষ

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করা হবে: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেন্টরি করুন। বিগত...

কোরাস ব্র্যান্ডের তিনটি অত্যাধুনিক সাউন্ডবার এনেছে ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে নিয়ে...

দারাজে চলছে মেগা ঈদ সেল

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর...

সেরা পারফরম্যান্স ও ডিজাইনের সমন্বয়ে লেনোভো আইডিয়া প্যাড স্লিম ৩আই

টেকভিশন২৪ ডেস্ক: এই পবিত্র রমজান মাসে লেনোভো তার গ্রাহকদের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img