শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
26 C
Dhaka

মিনিস্টার গ্রুপের বিজনেস কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: শনিবার ঢাকার র‌্যাডিসন হোটেলে স্বাস্থ্যবিধি মেনে মিনিস্টার বিজনেস কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত হয়। মিনিস্টারের সেরা ডিলার এবং শো-রুম ইনভেস্টরদের নিরলস সহযোগিতার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এবং তাদের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে এই কনফারেন্সের আয়োজন করা হয়।

- Advertisement -

এ সম্মেলনে মিনিস্টারের বর্তমান অবস্থা, নতুন ব্যবসায়িক নীতিমালা ও লক্ষ্য, তাদের নতুন সুবিশাল পণ্যসম্ভার ও গুণাগুণ সম্পর্কেও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর ফেরদৌস আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি বলেন, “দেশীয় কোম্পানী হিসেবে মিনিস্টার গ্রুপ আমাদের দেশে জনপ্রিয় একটা ব্র্যান্ড। তারা দেশেই তাদের পণ্য তৈরি করছে এবং দেশব্যাপী পৌঁছে দিচ্ছে, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়াও তিনি উপস্থিত ডিলার এবং ইনভেস্টরদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে একসাথে এগিয়ে গেলেই বহুদূর এগিয়ে যাওয়া যায়। মিনিস্টারের সাথে এভাবেই যদি আপনারা থাকেন আশা করি, আপনাদের হাত ধরে আমাদের দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে”।

এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “১৯৮৬ সালে আমার বাসায় ২০ টা মেশিন দিয়ে প্রথম ব্যবসা শুরু করেছিলাম।

এই মুহুর্তে আমার কোম্পানিতে ১৯০০০ কর্মী। নিজের ইচ্ছাশক্তি, মেধা এবং শ্রম নিয়ে কাজ করলে সফলতা আসবেই। মিনিস্টার গ্রুপও আজ যে অবস্থানে তার জন্য আমাদের রাজ্জাক ভাইও তাঁর ইচ্ছাশক্তি, মেধা এবং অক্লান্ত শ্রম দিয়ে ইলেক্ট্রনিক্স জগতের একজন সফল এবং এই কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের(ডিলার ও ইনভেস্টরও তাঁর পাশে প্রয়োজন”।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, “আপনাদেরকে নিয়ে আমরা আগের থেকে আরো সোচ্চার হয়ে একসাথে কাজ করব। এক সাথে কাজ করে জ্বলে উঠতে চাই। সার্ভিস নিয়ে তিনি বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমরা কাস্টমার সার্ভিস নিশ্চিত করব ইনশাআল্লাহ”।

এসময় কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের এ্যাডভাইজার হাজী গোলাম মোস্তফা খান, এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবির, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাহ আলম, সিএফও ফখরুল ইসলাম, এফসিএ এবং মিনিস্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণা। সবশেষে র‍্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

২০তম বিডিনগ ৪ দিনের সম্মেলন ও কর্মশালা সিলেটে

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২০তম বিডিনগ সম্মেলন...

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img