শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ণ
27 C
Dhaka

ফুড ফর ন্যাশনের সর্বাধিক প্রচারকারী উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে আইডিয়া প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক: করোনা পরিস্থিতিকালীন সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA) “ফুড ফর ন্যাশন” নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে।

- Advertisement -

এরই আলোকে iDEA প্রকল্পের “স্টার্টআপ বাংলাদেশ” ব্যানারে জুলাই ২০২০ এ ডিজিটাল হাটের একটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই প্ল্যাটফর্মটিতে কারিগরি সহায়তা করে আইসিটি বিভাগের এটুআই (a2i) ও একশপ। এ উদ্যোগটি বাস্তবায়নে ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে “ফুড ফর ন্যাশন” এর “ডিজিটাল কোরবানির হাট”-এর সর্বাধিক প্রচারকারী পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

পরে, যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে iDEA প্রকল্পের অফিসে উক্ত অনুষ্ঠানের বাছাইকৃত ১ জন ইউডিসি উদ্যোক্তাসহ সেরা ১০ জনের নাম ঘোষনা করা হয় এবং তাদের মধ্যে উপস্থিত উদ্যোক্তাগণকে ক্রেস্টসহ সম্মাননা প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব পার্থপ্রতিম দেব এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন iDEA প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব বলেন যে, প্যানডেমিকের সময় সকলের মধ্যে অনেক ভয়-ভীতি ছিল এবং সে সময় অনেকটা যুদ্ধের মত অবস্থার সৃষ্টি হয়। ঠিক সেই সময়ে তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর দুরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর সঠিক নির্দেশনায় এই চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করার চেষ্টা চলমান রাখে আইসিটি বিভাগ। করোনার সময় খাদ্য ব্যবস্থাপনায় অনেক ঝুকিঁ ছিল এবং কোরবানির সময় লোকসমাগমের বিষয়টিও উল্লেখ্য। এ ধরনের পরিস্থিতিতে এই ডিজিটাল হাট যথেষ্ট ভুমিকা রেখেছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ।

সবশেষে, ডিজিটাল হাটের মত সফল একটি উদ্যোগের নেপথ্যে থেকে যারা কাজ করেছেন এবং একই সাথে এই পুরো আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি সংস্থাকে তিনি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। এছাড়া, তিনি আইসিটি বিভাগের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে এ ধরনের ভার্চুয়াল আয়োজনে অংশগ্রহণ করার মাধ্যমে প্রচারণায় সহোযোগিতার জন্য বিজয়ীদের প্রত্যেককে এবং আয়োজকসহ সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আইসিটি বিভাগ “ফুড ফর ন্যাশন”- প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ গ্রহণ করে। নতুন এই চ্যালেঞ্জ মোকাবেলায় এই উন্মুক্ত প্ল্যাটফর্মটি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। তরুণ উদ্যোক্তা কোম্পানি বা স্টার্টআপ, কৃষান, আই ফার্মার, ডিজিটাল আড়ৎদার, চালডাল, শপআপ, ট্রাক লাগবে, সহজ ট্রাক, পাঠাও-সহ প্রায় ১২টি তথ্যপ্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠান এ প্ল্যাটফর্মে সেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিকভাবে সংযুক্ত হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটুআই, কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন, সিটি কর্পোরেশন, ই-ক্যাব, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট স্টার্টআপসমূহ সবাই এ উদ্যোগকে সফল করতে একযোগে কাজ করে। এছাড়া, আইসিটি বিভাগের এটুআই (a2i) এর একশপ উদ্যোগ ফুড ফর ন্যাশন প্ল্যাটফর্মটির সহায়তায় সংশ্লিষ্ট খাদ্যশস্য ও কৃষিপণ্যের কেনাবেচার জন্য প্রয়োজনীয় সহায়তা করে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন iDEA প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপ-সচিব কাজী হোসনে আরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একশপ, এটুআই-এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন iDEA প্রকল্পের পরামর্শক ও iDEA প্রকল্পের ডিজিটাল হাটের কো-অর্ডিনেটর মোহাম্মদ ওমর ফারুক, কমিউনিকেশনস্ বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস এবং শারমিন আকতার-সহ আইসিটি বিভাগ, বিসিসি, এটুআই, একশপ এর কর্মকর্তাগণসহ, স্টার্টআপবৃন্দ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিগণ।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img