শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ
28 C
Dhaka

ট্যালি সলিউশনস “এমএসএমই সম্মাননা ২০২২” পেল ১৯ উদ্যোক্তা

টেকভিশন২৪ প্রতিবেদক: ট্যালি সলিউশনস, সফ্টওয়্যার ইন্ডাস্ট্রির অন্যতম প্রবর্তক যা তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সহজভাবে পরিচালনার জন্য একাউন্টিং সফটওয়্যার সরবরাহ করে আসছে। ‘ট্যালি এমএসএম ই সম্মাননা’ এর দ্বিতীয় সংস্করণে বাংলাদেশ এর ১৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদানের জন্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের চিহ্নিত ও সম্মান জানানোর জন্য এটি একটি বার্ষিক উদ্যোগ।

- Advertisement -

সম্মাননা গুলি উদ্যোক্তাদের কার্যক্রমের মাধ্যমে এমএসএমই দের ইতিবাচক প্রভাবকে স্বীকৃতি প্রদান এবং উদযাপন করে। ইহা ট্যালির একটি মহৎ উদ্যোগ যার মাধ্যমে সমাজের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত হতে সাহায্য করে, যা ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়ক।

এমএসএমই অনার্সের দ্বিতীয় সংস্করণটি বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, মধ্য প্রাচ্য, ইন্দোনেশিয়া, কেনিয়া এবং নেপাল সহ বিশ্বব্যাপী উদযাপিত হয়েছে। বিশ্বের ৩৫০টি শহর থেকে ২০০০-এর ও অধিক এমএসএমই মনোনয়ন প্রাপ্ত হয়। যার ধারাবাহিকতায়  বাংলাদেশের ১৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে এমএসএমই সম্মাননা-২০২২ প্রদান করা হয়।  

বাংলাদেশে এমএসএমই অনার্স ৪টি ক্যাটাগরিতে উদযাপন করা হয়, যাতে সত্যিকার অর্থে অবদান ও সাফল্যের গল্পের বৈচিত্র্য তুলে ধরা যায়:

ওয়ান্ডার ওমেন: যারা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে একটি সফল ব্যবসা তৈরি করেছেন এবং ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য একটি রোল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রেরনা যোগাচ্ছেন এবং অপরকেও অনুপ্রেরনা দিচ্ছেন।

বিজনেস মায়েস্ট্রো: ইন্ডাস্ট্রির পথ প্রদর্শক যারা দীর্ঘ সময় ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং আগামীর সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সাহস দিচ্ছেন নতুন কিছু করার, ধৈর্য ধরার এবং সফল হওয়ার। এটি সেই সব ব্যবসাগুলিকে সম্মান জানাতে যারা সফল হয়েছে এবং ক্রমবর্ধমান ধারা অব্যাহত রেখেছে।

নেক্সটজেন আইকন: নেক্সটজেন আইকন স্টার্ট-আপগুলি আগামী দিনের উদ্ভাবনী শক্তির মাধ্যমে অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করবে, সময়োপযোগী গ্রাহক সেবা নিশ্চিতকরন সহ কর্মসংস্থানের সুযোগ তৈরী এবং জাতীয় অর্থনীতিতে অবদান রেখে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে তারা অন্য তরুণ প্রজন্মের কাছে ব্যবসায়ের রোল মডেল হিসেবে অনুকরনীয় হবে।

ডিজিটাল ট্রান্সফরমার: ডিজিটাল ট্রান্সফরমেশনের সাহায্যে  নতুন গ্রাহক তৈরী করা এবং নতুন প্রক্রিয়া বিকাশের একটি অন্যতম মাধ্যম।  এটা ব্যবসায়িক বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য সরাসরি সার্ভিস নিশ্চিত করে। বিগত ২ বছর মহামারীর সময় আমরা এর সব থেকে বড় প্রমান পেয়েছি এবং এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক উদীয়মানরা সফল উদ্যোক্তা হয়েছেন।

এই উদ্যোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জুনিয়র সালাহউদ্দিন সানজি বলেন, “এমএসএমইগুলি নিঃসন্দেহে যে কোনও অর্থনীতির মেরুদণ্ড এবং আমাদের ব্যবসায়িক ইকোসিস্টেম এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এমএসএমইগুলিকে তাদের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করার জন্য আমাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে। আমাদের অফা্রকৃত একাউন্টিং সফটওয়্যার সলিউশন গুলোতে তা প্রতিফলিত হয়েছে। এমএসএমই অনার্স-২০২২ এর লক্ষ্য হচ্ছে এটিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া, উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টা এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে তাদের অবদানকে উদযাপন করা।

প্রধান অথিতি শেখ আমিনুর রহমান বলেন, ট্যালি সলিউশনস প্রাইভেট লিমিটেড এই এমএসএমই গুলোর অসাধারণ অবদানকে স্যালুট জানায় যারা তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ব্যবসায়িক সমাধানগুলির সাথে ইকো সিস্টেমকে এগিয়ে নিতে সাহায্য করেছে, মানুষের (কর্মচারী এবং গ্রাহকদের) জীবন পরিবর্তন করেছে এবং অর্থনীতিকে সচল রাখতে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে অগ্রগামী ভূমিকা পালন করেছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, আবু ইসা মাইনুদ্দিন (ED- Basis), এ কে এম নাজমুল ইসলাম (HOD SME, ROBI),  সবুজ এইচ চৌধুরী (CA)

এই সপ্তাহের জনপ্রিয়

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান: জহিরুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: "রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট'স ক্রিটিক্যাল" এই গুরুত্বপূর্ণ...

স্যামসাং ফোনে বন্ধ হচ্ছে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধা

স্যামসাং জানিয়েছে, তাদের ডিভাইসগুলোতে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের পরিবর্তে নিজস্ব ক্লাউড...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

গ্লোবাল ব্র্যান্ডের কার্যালয়ে স্টারলিংক টিমের পরিদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: দেশে সংযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গ্লোবাল...

দেশে প্রথমবারের মতো ইডটকোর এফআরপি টাওয়ার স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ প্রথমবারের মতো...

ভিভো ভি৬০ লাইট: চার ঋতুর ক্যানভাস

টেকভিশন২৪ ডেস্ক: কেমন হয়, যদি মনের মতো একটি ছবিকেই...

প্রতিদিনের কেনাকাটায় ডিজিটাল পেমেন্টে সচেতনতা ও প্রণোদনা প্রয়োজন

বন্দরনগরীতে বিকাশ আয়োজিত এক মতবিনিময়ে খাতসংশ্লিষ্টদের পরামর্শ দৈনন্দিনকেনাকাটায় ডিজিটাল পেমেন্টবাড়াতে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img