বিশেষ আয়োজনে উন্মোচিত হলো ফ্ল্যাগশিপ টেকনো পোভা ৭ প্রো ফাইভজি, আলট্রা-স্লিম পোভা স্লিম ফাইভজি ও প্রিমিয়াম পোভা কার্ভ ফাইভজি
টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে এর বহুল প্রতীক্ষিত পোভা ফাইভজি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। উত্তরার সেন্টারপয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে একটি গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে এই উন্মোচন করা হয়।
পোভা ফাইভজি সিরিজ টেকনোর সবচেয়ে প্রতীক্ষিত লাইনআপ, এই সিরিজের ট্যাগলাইন “বর্ন টু বি ইউনিক” যেখানে ফাস্ট ফাইভজি কানেক্টিভিটি, ইউনিক ডিজাইন ও সর্বাধুনিক এআই পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে।
আইস্মার্টু’র প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “বাংলাদেশ যখন ফাইভজি যুগে প্রবেশ করছে, তখন উদ্ভাবনের সাথে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এমন ডিভাইস আনতে প্রতিশ্রুতিবদ্ধ টেকনো। পোভা ফাইভজি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জন্য এআই-নির্ভর বুদ্ধিমত্তা, নেক্সট-লেভেল পারফরম্যান্স ও অনন্য ডিজাইন নিয়ে আসতে চাই, যা স্মার্টফোনের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।”
পোভা ৭ প্রো ফাইভজি, পোভা স্লিম ফাইভজি, পোভা কার্ভ ফাইভজি: পোভা স্লিম ফাইভজি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), পোভা কার্ভ ফাইভজি’র ৩২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), ও পোভা ৭ প্রো ফাইভজি’র মূল্য ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারন করা হয়েছে।