টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (IMSO)-এর ২২তম আসরে অংশগ্রহণ করতে মালয়েশিয়ার কেদাহ শহরে যাচ্ছে বাংলাদেশের ১২ জন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী। আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই আন্তর্জাতিক আসরেবাংলাদেশ সহ ২৩টি দেশ থেকে প্রায় চারশত শিক্ষার্থী অংশ নেবে। ৪ অক্টোবর মালয়েশিয়ার কেদাহ শহরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান দল।
এই উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে দেশে অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে এসপিএসবি ও বিডিওএসএনের সভাপতি মুনির হাসান দলের ১২ জন সদস্যকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দলে গণিত ও বিজ্ঞান শাখায় ৬ জন করে ১২ জন সদস্য রয়েছে। গণিত দলের সদদ্যরা হলো- সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩জন শিক্ষার্থী মো: নাবি হোসেন, অরিজিৎ সাহা ও ইহান আবরাদ রহমান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ওয়াফিয়া হাসান অথই, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী লাবিবা বিনতে ফজলে রাব্বি এবং সিরাজগঞ্জের বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফসান শফিক তালুকদার। বিজ্ঞান দলের সদস্যরা হলো- লাইটহাউজ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আয়ান ঈসা, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অভিজ্ঞান রায় গল্প, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান, সেন্ট জোসেফ হাইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকিব ফাত্তাহ মুস্তফী, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সাহাবী ইবনে কাব্য এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ মিফতাহুল ইসলাম। তন্মধ্যে মো: নাবি হোসেন ও সৈয়দ আয়ান ঈসা জাতীয় পর্বে যথাক্রমে গ্ণিত ও বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করেছিল।
এছাড়াও বাংলাদেশ দলের দলনেতা হিসেবে যাচ্ছেন এসপিএসবির সহ-সভাপতি জাহিদুল আমিন, উপ-দলনেতা হিসেবে থাকবেন মো: তানভীরুল ইসলাম, বিজ্ঞান বিষয়ে মেন্টর হিসেবে থাকবেন মীম নাজ রহমান এবং গ্ণিত বিষয়ে মেন্টর হিসেবে থাকবেন জ্যোতি সিংহ।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে বাংলাদেশগণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড(বিডিএমএসও)। গত ২২ আগস্ট, প্রায় দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অলিম্পিয়াডের মোট বিজয়ী হয় ৫২ জন। পরবর্তী সময়ে ক্যাম্পের মাধ্যমে গণিত দলের জন্য ৬ জন এবং বিজ্ঞান দলের জন্য ৬ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর যৌথভাবে এ অলিম্পিয়াড আয়োজন করেছে।