টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আপগ্রেডেড অরিজিন ওএস ৬–সহ ফ্ল্যাগশিপ ফোন এক্স৩০০ প্রো উন্মোচন করেছে ভিভো। প্রতিষ্ঠানটির দাবি, উন্নত সফটওয়্যার ও অপ্টিমাইজেশনের মাধ্যমে এই ফোনে দৈনন্দিন কাজে আরও দ্রুততা, মসৃণতা ও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে।
অরিজিন ওএস ৬–এর মূল শক্তি হিসেবে যুক্ত হয়েছে অরিজিন স্মুথ ইঞ্জিন প্রযুক্তি, যা অ্যাপ চালু, স্ক্রলিং ও মাল্টিটাস্কিংকে আরও সাবলীল করে। নতুন স্প্রিং অ্যানিমেশন ও ওয়ান-শট প্রযুক্তির ফলে টাচ রেসপন্স উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। পাশাপাশি নতুন অরিজিন ডিজাইন সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীর ইন্টারফেস হয়েছে আরও আধুনিক ও চোখের জন্য আরামদায়ক।
ফিচারের তালিকায় রয়েছে অরিজিন আইল্যান্ড, ফ্লিপ কার্ড প্রযুক্তি এবং উন্নত অফিস কিট, যা কাজের সুবিধা বাড়ায়। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে আলাদা এনক্রিপ্টেড প্রাইভেট স্পেস। দীর্ঘমেয়াদি ব্যবহারের নিশ্চয়তায় ভিভো এক্স৩০০ প্রোতে থাকছে পাঁচ বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সাত বছরের নিরাপত্তা সহায়তা।


