টেকভিশন২৪ ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তৈরি বৈদ্যুতিক ট্রেন চালু হয়েছে। ‘গিগা ট্রেন’ নামে ব্যাটারিচালিত বৈদ্যুতিক ট্রেনটি এরই মধ্যে জার্মানির বার্লিন শহরে যাত্রী পরিবহন শুরু করছে। খবর ইভি ম্যাগাজিন।
- Advertisement -
খবরে বলা হয়, বার্লিনে অবস্থিত টেসলার গিগা ফ্যাক্টরির কর্মীদের এই ট্রেনে আনা-নেওয়া হবে। বৈদ্যুতিক ট্রেনটি পরিবেশবান্ধব পরিবহন খাতে নতুন অধ্যায় শুরু করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই ট্রেন বার্লিন ও ব্র্যান্ডেনবার্গের মধ্যে চলাচল করছে। টেসলার কর্মচারী ও সাধারণ জনগণ উভয়ই বিনা মূল্যে এই ট্রেনে ভ্রমণ করতে পারছেন।


