টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে টিকটক শনিবার রাতে বন্ধ হয়ে যায় এবং অ্যাপল ও গুগল স্টোর থেকে সরিয়ে ফেলা হয়। রবিবার থেকে কার্যকর নতুন একটি আইনের কারণে ১৭০ মিলিয়ন মার্কিন ব্যবহারকারী জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন না।
সোমবার দায়িত্ব নেওয়ার পর ৯০ দিনের জন্য টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। টিকটক একটি বার্তায় ব্যবহারকারীদের জানিয়েছে, “আমরা ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপটি পুনরায় চালু করার সমাধান খুঁজতে কাজ করবেন।”
এই নিষেধাজ্ঞা মার্কিন-চীন সম্পর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বাজারে বড় প্রভাব ফেলেছে। মেটা ও স্ন্যাপের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর শেয়ারের মূল্য ইতোমধ্যে বেড়ে গেছে।
বিকল্প খুঁজতে ব্যবহারকারীরা চীন-ভিত্তিক রেডনোট বা ভিপিএন ব্যবহার করছেন। বিশেষজ্ঞরা বলছেন, টিকটক আবার চালু হতে পারে, তবে এটি রাজনৈতিক সমাধানের ওপর নির্ভর করবে।
টিকটকের মার্কিন শাখার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, যেখানে সম্ভাব্য বিক্রি বা নতুন বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে।