টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বিএনসিসি প্লাটুন ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত রমনা রেজিমেন্ট ক্যাম্পে অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে। কঠোর শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণ ক্যাম্প ক্যাডেটদের জন্য বাস্তবসম্মত সামরিক কৌশল ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করেছে।
ডিআইইউ বিএনসিসি ক্যাডেটরা ক্যাম্পে নিয়মিত ড্রিল, শারীরিক প্রশিক্ষণ ও অস্ত্র পরিচালনা দক্ষতার অনুশীলন করেছে। তারা নির্ভুলতা ও ফিটনেস বৃদ্ধির পাশাপাশি নিরাপদ পরিবেশে মার্কসম্যানশিপ ও অস্ত্র ব্যবহারের কৌশল রপ্ত করেছে। এছাড়া, অভিযান, অ্যামবুশ এবং ছদ্মবেশ অনুশীলনের মাধ্যমে বাস্তব যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
আন্তঃব্যাটালিয়ন প্রতিযোগিতায় ডিআইইউ প্লাটুন তাদের দলগত কাজ ও প্রতিভার মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ক্যাম্পে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ক্যাডেটরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সংগীত, অভিনয় ও মিডিয়া ক্যাটাগরিতে তারা ১০টি পদক অর্জন করে। এছাড়াও, ক্যাম্পে সময় ব্যবস্থাপনা, চেইন অব কমান্ড, খেলাধুলা ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম নিয়ে বিশেষ সেশন আয়োজন করা হয়, যা ক্যাডেটদের সার্বিক উন্নয়নে সহায়ক হয়েছে।
রমনা রেজিমেন্ট ক্যাম্প ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দলগত সংহতি ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা এখানে সামরিক কৌশলের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে এবং দেশপ্রেম ও দায়িত্ববোধের মন্ত্রে উজ্জীবিত হয়েছে। এই প্রশিক্ষণ ক্যাডেটদের শুধু দক্ষ সেনানী হিসেবে নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্বের জন্যও প্রস্তুত করেছে।