টেকভিশন২৪ ডেস্ক: দেশে সংযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-তে সফর করেছে স্পেসএক্সের স্টারলিঙ্ক টিম। গত ১৯ অক্টোবর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ বৈঠকে স্টারলিংকের প্রতিনিধিত্ব করেন ওশান বীরাসিংহে, ব্রায়ান শিন ও নাটালি রাইডার। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, মার্কেটিং হেড সেলিম বাদলসহ অন্যান্য কর্মকর্তারা।
বৈঠকে বাংলাদেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে স্টারলিংকের সেবা সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ৩০টি শাখার মাধ্যমে দ্রুত কারিগরি সহায়তা ও ভবিষ্যতে স্টারলিংক প্যাকেজ ক্রয়ের সহজ প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
প্রযুক্তিনির্ভর সংযোগ সেবায় এ অংশীদারিত্বের ফলে অচিরেই দেশের পাহাড়, চর ও গ্রামীণ এলাকাতেও পৌঁছে যাবে আধুনিক নেটওয়ার্কের আলো—গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও স্টারলিংকের যৌথ উদ্যোগে।