টেকভিশন২৪ ডেস্ক : শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সিসকো ইন্ডিয়া ও সার্ক পার্টনার কনফ্লুয়েন্স ২০২৫-এ ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার -ফিসক্যাল ইয়ার ২৪’ পুরস্কারে ভূষিত হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গত ১০ এপ্রিল আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে, ২০২৪ অর্থবছরে সিসকোর সাথে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি এই সম্মানজনক পুরস্কার অর্জন করে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার – এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ও সিকিউরিটি সল্যুশনস বিভাগের মোঃ রুহুল আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসকোর বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদাররা। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন ডেভ ওয়েস্ট – সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট, এশিয়া প্যাসিফিক, জাপান ও গ্রেটার চায়না; ডেইজি চিট্টিলাপিলি – প্রেসিডেন্ট, সিসকো ইন্ডিয়া ও সার্ক; অশোক শিবাশঙ্কর – ম্যানেজিং ডিরেক্টর, পার্টনার অ্যান্ড আরটিএম সেলস, সিসকো ইন্ডিয়া ও সার্ক এবং কার্তিকা প্রিহাদি – ভাইস প্রেসিডেন্ট, পার্টনার সেলস, সিসকো।
সিসকো ইন্ডিয়া ও সার্ক পার্টনার কনফ্লুয়েন্স হলো একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক আয়োজন, যেখানে সিসকোর পার্টনার ইকোসিস্টেমকে উদ্যাপন করা হয়। এই সম্মেলনে সিসকোর বৈশ্বিক ও আঞ্চলিক নেতৃবৃন্দ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং অংশীদাররা একত্রিত হয়ে প্রযুক্তি নিয়ে আলোচনা, জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় করেন। এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর উপর, যা শিল্পবিপ্লব, উন্নত নিরাপত্তা এবং বুদ্ধিমান সমাধানের ক্ষেত্রে যুগান্তকারী সম্ভাবনা তৈরি করছে।
পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়া জানিয়ে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “এই সম্মান আমাদের টিম, গ্রাহক, সিসকো বাংলাদেশ ও আমাদের ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার ফল। সারা বিশ্বে যে ধরনের চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, তা মোকাবিলায় প্রযুক্তির বিকল্প নেই। আমরা প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি পণ্য ও সেবা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির এই অগ্রযাত্রা বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে এবং ভবিষ্যতে একটি আধুনিক বাংলাদেশের ভিত্তি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই অর্জন বাংলাদেশের প্রযুক্তি খাতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর অগ্রণী ভূমিকা এবং উদ্ভাবনী শক্তিকে তুলে ধরে। একইসঙ্গে, এটি একটি স্মার্ট, সংযুক্ত এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে দেশের যাত্রাকে আরও সুদৃঢ় করবে।