টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব এবং এক্স (পূর্ববর্তী টুইটার) থেকে প্রচার এবং প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছেন। ট্রাইব্যুনাল এসব বক্তব্য দ্রুত সরানোরও নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, “আমাদের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে বিদ্বেষমূলক বক্তব্যগুলো দ্রুত সরাতে হবে। ভবিষ্যতে যেন এসব বক্তব্য আর সম্প্রচার বা প্রকাশ না হয়, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এসব বক্তব্য বিচারিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে এবং সাক্ষী ও ভুক্তভোগীদের আদালতে উপস্থিত হতে নিরুৎসাহিত করছে।
গত জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ জনতার আন্দোলনের পর ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। এর পর অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর ঘোষণা দেয়।
শেখ হাসিনাসহ তাঁর সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও দলের নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যেই হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
ফেসবুক, এক্স এবং ইউটিউবের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর কর্তৃপক্ষকে এই নির্দেশনা দ্রুত পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।