নখের মতো পাতলা চিপ আনলো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন মেমরি চিপ এনেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। চিপটির পুরুত্ব মাত্র শূন্য দশমিক ৬৫ মিলিমিটার, যা প্রায় নখের মতো পাতলা। খবর স্যামমোবাইল।

খবরে বলা হয়, এই অত্যাধুনিক চিপ ব্যবহার করা হবে হাই-এন্ড স্মার্টফোনে। এই চিপ ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য।

এই চিপ পাতলা হওয়ার কারণে মোবাইল ফোনে কম জায়গা নেবে। এতে স্মার্টফোন আরও পাতলা হবে। স্যামসাং দাবি করেছে, চিপটি আগের প্রজন্মের চিপের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ পর্যন্ত তাপ সহ্য করতে পারে। ফলে ফোনটি আরও দ্রুত ও স্থিতিশীলভাবে কাজ করবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন