টেকভিশন২৪ ডেস্ক: প্লেস্টেশন স্টোরের জাপানি সংস্করণ থেকে একযোগে ১০৬টি পিএস৪ ও পিএস ভিটা গেম সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে প্রকাশক এন্টারগ্রাম। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এসব গেমের ডিজিটাল ও প্যাকেজড বিক্রি বন্ধ হয়ে যাবে।
যদিও গেমগুলো পিএস৫ ও পিএস৫ প্রো-তে খেলার উপযোগী, তবে সরাসরি পিএস৫ গেম নয়। এন্টারগ্রাম জানিয়েছে, গেমগুলোতে অনলাইন ফিচার না থাকায় এগুলো সরিয়ে ফেলা সহজ হয়েছে। ব্যবহারকারী সহায়তা চালু থাকবে এবং সরানোর আগে একটি ছাড়মূল্য অফারও দেওয়া হবে।
গেমগুলোর বেশিরভাগই আর ফিরে আসবে না, তবে ৩৪টি গেম ভবিষ্যতে অন্য প্রকাশকের অধীনে পুনরায় আসতে পারে। গেমগুলো শুধুমাত্র জাপানি পিএসএন-এ পাওয়া যাচ্ছিল, তবে উত্তর আমেরিকা বা ইউরোপের ব্যবহারকারীরা জাপানি পিএসএন অ্যাকাউন্ট খুলে সেগুলো কিনতে পারতেন।
এই ব্যাপক ডিলিস্টিংয়ের কারণ এখনো পরিষ্কার নয়। এ নিয়ে এন্টারগ্রাম বা সনি কোনো ব্যাখ্যা দেয়নি। এত সংখ্যক গেম একসঙ্গে সরানোর ঘটনা প্লেস্টেশন স্টোরে খুবই বিরল।