সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে টেক্কা দিতে এবার নতুন একটি সার্চ ইঞ্জিন আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটি-এর সাথে মিল রেখে সার্চ ইঞ্জিনটির নাম রাখা হয়েছে সার্চজিপিটি। কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে রিয়েল-টাইমে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে আনা যাবে। খবর রয়টার্স।
এক ব্লগ পোস্টে সার্চজিপিটি নিয়ে আসার বিষয়টি জানিয়েছে ওপেনএআই।
উল্লেখ্য, ওপেনএআই ২০২২ সালের নভেম্বর মাসে বাজারে আনে তাদের জনপ্রিয় অনলাইন চ্যাটবট চ্যাটজিপিটি। এখন সার্চজিপিটি নিয়ে আসার মাধ্যমে ওপেনএআই গুগলের মাঠেই গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে কাজটা যে সহজ হবে না সেটা অনুমেয়।
সার্চ ইঞ্জিনের বাজারে অনেক বছর ধরেই একচ্ছত্র আধিপত্য গুগলের। ওয়েব অ্যানালিটিক্স প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টার এর জুন মাসের তথ্য অনুযায়ী সার্চ ইঞ্জিনের বাজারে গুগলের শেয়ার ৯১.১ শতাংশ। তবে শুধু গুগলই নয় সার্চজিপিটি-কে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে মাইক্রোসফটেরও। তাদের সার্চ ইঞ্জিন ‘বিং’ এর জনপ্রিয়তা গুগলের মতো না হলেও উইন্ডোজ-ভিত্তিক ডিভাইসে অনেকেই বিং ব্যবহার করেন। গুগলের মতো মাইক্রোসফটও তাদের ইকোসিস্টেমে বিং সার্চ ইঞ্জিনকে বেশ ভালোভাবেই প্রোমোট করে থাকে।
নতুন এই সার্চ ইঞ্জিনে সাইন-আপ করার সুযোগ ইতোমধ্যেই উন্মুক্ত করে দিয়েছে ওপেনএআই। তবে বর্তমানে সার্চজিপিটি প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ও পাবলিশারদের দিয়ে এর পরীক্ষানিরীক্ষা চলছে।
এদিকে সার্চজিপিটি আসছে- খবরটি প্রকাশ হওয়ার পর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারে দরপতন হয়েছে ৩ শতাংশ।