টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি পণ্যের বাজার বিসিএস কমপিউটার সিটি-এর নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। আইডিবি ভবনের মালিকানা প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) এই কমিটি গঠন করেছে। নতুন কমিটি আজ বুধবার (১৫ জানুয়ারি) থেকে দায়িত্ব পালন শুরু করেছে।
প্রতি দুই বছর অন্তর বিসিএস কমপিউটার সিটির ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠিত হয়। প্রথম কমিটি গঠিত হয়েছিল ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। এ বছর ২০২৫-২০২৭ মেয়াদে ৯ সদস্যের নতুন কমিটি দায়িত্ব পালন করবে।
নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিস কমপিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন খান। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সুইপ কমপিউটার্স লিমিটেডের পরিচালক ফজলুল বারি লিটন। মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক মোহাম্মদ জাহেদ আলি ভূঁইয়া, এবং কোষাধ্যক্ষ হয়েছেন অনিক্স কমপিউটার সিস্টেমের কর্ণধার মোসলেহ উদ্দিন ফরিদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
- আর এস কমপিউটার সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম
- টেকনো কেয়ার কমপিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল আলম
- টেক ভিউ লিমিটেডের চেয়ারম্যান মো. আনোয়ারুর রহমান
- কনফিডেন্স কমপিউটার অ্যান্ড নেটওয়ার্কের কর্ণধার কাজী মনির হোসেন
- ইউটেক ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান রাজু