টেকভিশন২৪ ডেস্ক: আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে আগামী বছর থেকে চালু করা হবে মোবাইল অ্যাপ। রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
তিনি বলেন, “আগামীতে দেশের কর প্রদানের প্রক্রিয়াকে পুরোপুরি অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে। ই-রিটার্নকে আরও কার্যকর করার জন্য কাজ চলছে। সবাইকে ই-রিটার্ন ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। আগামী বছর মোবাইল অ্যাপ চালু হলে আয়কর রিটার্ন জমা দেওয়া আরও সহজ হবে।”
বর্তমানে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ। তবে এনবিআর চেয়ারম্যান জানান, শিগগিরই করপোরেট ট্যাক্সও অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে।
তিনি আরও বলেন, “কর কর্মকর্তাদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ কমিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে। কর প্রদানের প্রক্রিয়া সহজ করতে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাক্স প্রদানও সহজ করা হয়েছে। কার্ডের মাধ্যমে ২৫ হাজার টাকার নিচে ট্যাক্স দিলে ২০ টাকা ফি দিতে হবে। এর বেশি টাকার জন্য সর্বোচ্চ ফি হবে ৫০ টাকা।”
এনবিআর প্রধানের মতে, এসব উদ্যোগ দেশের কর ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি করদাতাদের জন্য আরও সহজলভ্য ও সময়সাশ্রয়ী করবে।