টেকভিশন২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীর কিছু ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি ইউনিটের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণ নজরদারির মাধ্যমে সংগৃহীত তথ্য মাইক্রোসফটের অ্যাজিউর প্ল্যাটফর্মে সংরক্ষণ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এটি মাইক্রোসফটের শর্ত ভঙ্গের সামিল হওয়ায় ওই সেবাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত ৬ আগস্ট দ্য গার্ডিয়ান, ৯৭২ ম্যাগাজিন ও লোকাল কল–এর যৌথ অনুসন্ধানী প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট ৮২০০, যা মূলত সাইবার যুদ্ধ ও সিগন্যাল গোয়েন্দাগিরিতে নিয়োজিত, আজুর প্ল্যাটফর্ম ব্যবহার করে লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকলের তথ্য সংরক্ষণ, পুনরায় শোনা ও বিশ্লেষণ করছিল।
এই কার্যক্রম ২০২২ সাল থেকে চলছিল এবং এতে সংগৃহীত তথ্য গাজা ও পশ্চিম তীরে বিমান হামলা ও সামরিক অভিযানে ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া দেখা গেছে, এসব তথ্যের একটি বড় অংশ মাইক্রোসফটের নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডে অবস্থিত সার্ভারে রাখা হয়েছিল।
ব্র্যাড স্মিথ বলেন, “আমরা কোনো দেশেই গণ নজরদারির জন্য প্রযুক্তি সরবরাহ করি না। আমরা সবসময়ই আমাদের গ্রাহকদের গোপনীয়তা সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।”