টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে একজন গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে থেকে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা সেন্ড মানি করতে পারবেন। একই সঙ্গে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে থেকে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্যাশ ইন করে সারতে পারবেন প্রয়োজনীয় সব লেনদেন।
গত ২৭ মার্চ বাংলাদেশ ব্যাংক-এর পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট মোবাইল আর্থিক সেবায় (এমএফএস) দৈনিক ও মাসিক লেনদেনের সীমা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এমএফএস খাতে গ্রাহকদের আস্থা এবং বর্ধিত লেনদেনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতদিন একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা ক্যাশ ইন করতে পারতেন। আর এতদিন ক্যাশ আউট-এর দৈনিক সীমা ছিলো ২৫ হাজার টাকা ও মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা, যা বাড়িয়ে করা হয়েছে দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা।
এই প্রজ্ঞাপনের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে স্থিতির সীমাও বাড়িয়ে ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫ লাখ টাকা জমা রাখতে পারবেন।