বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
28 C
Dhaka

রমজান উপলক্ষে মাস্টারকার্ডে বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ড পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে তাদের কার্ডহোল্ডারদের জন্য একাধিক বিশেষ অফার ঘোষণা করেছে। এ অফারগুলির মাধ্যমে রমজান মাসজুড়ে বাংলাদেশের বিভিন্ন লাইফস্টাইল, ডাইনিং, ভ্রমণ এবং গ্রোসারি আউটলেটে বিশেষ ছাড় ও সুবিধা পাওয়া যাবে। কার্ডহোল্ডারদের সহজ ও সুবিধাজনক শপিং অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি উৎসবের মৌসুমে দারুণ সাশ্রয়ের সুযোগ দিচ্ছে এই অফারগুলি।

- Advertisement -

ফ্যাশন থেকে শুরু করে প্রিমিয়াম জুয়েলারি, মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা ৪০টি শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ডের ১৭৫টিরও বেশি আউটলেটে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর আওতায় রয়েছে এস্টোরিঅন, ফিট এলিগ্যান্স, সারা লাইফস্টাইল, কে ক্রাফট, স্পার্ক গিয়ার ও ভাইব্র্যান্ট ফুটওয়্যার-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলিও।

যারা রমজান মাসে রুচিশীল খাবারের স্বাদ নিতে চান, তারা ৫০টি শীর্ষ হোটেল ও রেস্টুরেন্টে ‘বাই ১, গেট ১’ এবং ‘বাই ১, গেট ৩’ অফারের সুবিধা পাবেন। এটিই এবারের উৎসবের সবচেয়ে বড় বাই ওয়ান গেট ওয়ান অফার। এতে অন্তর্ভুক্ত রয়েছে দা ওয়ে ঢাকা, সিক্স সিজনস হোটেল গুলশান, পার্ল হোটেল, হোটেল সারিনা এবং হোটেল বেঙ্গল ব্লুবেরি-এর মতো শীর্ষস্থানীয় হোটেল ও রেস্টুরেন্ট। এছাড়া, কিভা হান, কারিমস, ক্যাফে কলম্বিয়া ও বাও-এর মতো ২০টি জনপ্রিয় রেস্টুরেন্টে মাস্টারকার্ড দিয়ে পেমেন্ট করলে ২০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

অন্যদিকে, মাস্টারকার্ড ‘গ্রোসারি মানেই মাস্টারকার্ড’ ক্যাম্পেইন চালু করেছে, এর আওতায় রমজান মাসে নির্দিষ্ট গ্রোসারি দোকান ও সুপারমার্কেটে কেনাকাটা করলে আকর্ষণীয় পুরস্কার পাওয়া যাবে। এই অফারটি উপভোগ করতে, কার্ডহোল্ডারদের শপিং পার্টনার স্টোরে যেমন স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, লাভেন্ডার, প্রিন্স বাজার ও দ্য ডেইলি শপিং-এ অন্তত ৪টি লেনদেন করতে হবে। পুরস্কারের মধ্যে রয়েছে ৫০,০০০ পর্যন্ত গ্রোসারি ভাউচার, গ্যাজেট ও ইলেকট্রনিক্স। এছাড়াও, অনলাইন গ্রোসারি চালডাল.কম-এ ৫% ডিসকাউন্ট ও ২৫,০০০ টাকা মূল্যের হোম অ্যাপ্লায়েন্স ভাউচার জেতার সুযোগও রয়েছে।

মাস্টারকার্ড এই ঈদে ভ্রমণপ্রেমীদের জন্যও বিশেষ অফার ঘোষণা করেছে। কার্ডহোল্ডাররা ঈদ পর্যন্ত ১০টিরও বেশি নির্বাচিত ট্রাভেল মার্চেন্টে ছুটির প্যাকেজ ও এয়ার টিকেটে ৭০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে এমিরেটস হলিডে, শেয়ারট্রিপ, আকাশবাড়ী ও এমাইবিডি-এর মতো শীর্ষস্থানীয় মার্চেন্ট।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “মাস্টারকার্ড বাংলাদেশের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে পরিবর্তন আনার পাশাপাশি কার্ডহোল্ডারদের লেনদেনের অভিজ্ঞতা আরও উন্নত করতে অগ্রণী ভূমিকা পালন করছে। বিভিন্ন খাতে মাসব্যাপী এই অফার ও ডিসকাউন্টগুলি কার্ডহোল্ডারদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। বিশেষ পেমেন্ট সুবিধা, অসাধারণ সেবা ও সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে তারা এবার ঈদ শপিং উপভোগ করবেন, যা আগে কখনো হয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’...

নাগরিক করসেবায় ডিজিটাল উদ্ভাবনের অনন্য স্বাক্ষর সিনেসিস আইটির ‘ই-রিটার্ন’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল যাত্রায় আরেকটি সাফল্য যুক্ত হলো...

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য...

সর্বশেষ

১৬ ডিসেম্বর অবৈধ মোবাইল বন্ধে চালু হচ্ছে এনইআইআর: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (ন্যাশনাল...

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে কম্পিউটার হার্ডওয়্যার খাতের পণ্য পুড়ে ক্ষতি ৩৫ কোটি: বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের...

উইকিপিডিয়ার বিকল্প ‘গ্রোকিপিডিয়া’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ইলন...

পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img