রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
28 C
Dhaka

বিরোধ নিষ্পত্তি নিয়ে জাইকার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত

টেকভিশন২৪ ডেস্ক: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় অ্যাক্সেস টু জাস্টিস প্রকল্পের (এটুজে প্রজেক্ট – ‘ডেভেলপমেন্ট অভ মেডিয়েশন অ্যান্ড সিভিল লিটিগেশন প্র্যাকটিসেস ফর এনহান্সমেন্ট অব অ্যাক্সেস টু জাস্টিস প্রজেক্ট’) আওতায় আইন পেশাজীবীদের জন্য বিরোধ নিষ্পত্তি (মেডিয়েশন) প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জাইকা ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট – জেএটিআই) অংশীদারিত্বে প্রশিক্ষণটি গত ১ ও ২ নভেম্বর জেএটিআই-তে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

দেশের বিচার প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ বৃদ্ধিতে এ বছরের এপ্রিলে এটুজে প্রকল্প শুরু করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জাইকা। এই লক্ষ্যে আইন পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধি করতে এটুজে প্রকল্পের আওতায় বিচারক, লিগ্যাল এইড কর্মকর্তা ও আইনজীবীদের জন্য বিরোধ নিষ্পত্তি প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সকল আইন পেশাজীবীরা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একইসাথে, তারা দেশের বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ নিশ্চিতেও ভূমিকা রাখেন।

প্রশিক্ষণের সময় জাপানের সাবেক জাজ ও মেডিয়েটর প্রফেসর ইনাবা কাজুতো জাপান ও অন্যান্য এশীয় দেশের মামলাগুলোর ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির প্রাতিষ্ঠানিক কৌশলের ওপর বক্তৃতা প্রদান করেন। এ সময় একটি অনুশীলনমুলক -বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রশিক্ষণ দেন তিনি। প্রকল্পের পাইলট জেলা হিসেবে নরসিংদী ও কুমিল্লার বিচারক, লিগ্যাল এইড কর্মকর্তা ও আইনজীবীসহ সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্য থেকে ৪০ জন এই প্রশিক্ষণে অংশ নেন।

সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করেন প্রফেসর ইনাবা কাজুতো। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের ও জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের আটকে যাওয়া বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) গুরুত্ব সবার সামনে তুলে ধরেন। স্থবির হয়ে যাওয়া সকল বিরোধ নিষ্পত্তি করতে দেশে নানা ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি, তিনি বিভিন্ন বিরোধ মামলার সমাধান করার ক্ষেত্রে লিগ্যাল এইড কর্মকর্তাদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে বলে উল্লেখ করেন। এই প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এর মধ্য দিয়ে অংশগ্রহণকারী পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে; যা কার্যকর ও গতিশীল উপায়ে বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করার মাধ্যমে নতুন মানদণ্ড স্থাপন করবে।

আয়োজনের বিষয়ে বলতে গিয়ে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে প্রশিক্ষণের সহ-আয়োজক – আইন ও বিচার বিভাগ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। একইসাথে, তিনি প্রশিক্ষণটি সফলভাবে শেষ করায় অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচি থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা অন্য পেশাজীবীদের মাঝে ছড়িয়ে দেয়া এবং দেশে দক্ষ ও কার্যকরভাবে বিরোধ নিস্পত্তি চালু করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবেন তারা। তিনি আরও বলেন, জাইকা বিচার ব্যবস্থা সংস্কারে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ; এবং এই প্রশিক্ষণ বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারে ব্যাপক অবদান রাখবে।

আশা করা যাচ্ছে, অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণ কর্মসূচি থেকে প্রাপ্ত জ্ঞান প্রতিটি পাইলট জেলার অন্যান্য আইন পেশাজীবীদের মাঝে ছড়িয়ে দিবেন। ফলে, অবশ্যই জেলার বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া আরও উন্নত হবে; এবং আরও বেশিসংখ্যক নাগরিক ন্যায়বিচারের সুবিধা পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

ভিভোর ৮ বছর পূর্তিতে ৭০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশের বাজারে সফলভাবে আট বছর পূর্ণ করতে...

৫ম বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে...

২০তম বিডিনগ ৪ দিনের সম্মেলন ও কর্মশালা সিলেটে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২০তম...

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img