টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদ উপলক্ষে আইপিডিসি প্রীতি তাদের ক্লায়েন্ট ও নারী কর্মীদের জন্য এক বিশেষ মেহেদি উৎসবের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উৎসবটি আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নারী ক্লায়েন্ট এবং পুরুষ ক্লায়েন্টদের সহধর্মিণীরা এই উৎসবে অংশগ্রহণ করেন, যা একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। পাশাপাশি, আইপিডিসির সকল নারী কর্মীরা সাংস্কৃতিক উৎসব, নান্দনিক প্রদর্শনী এবং আকর্ষণীয় সব কার্যক্রম উপভোগের সুযোগ পান, যা তাদের জন্য উৎসবমুখর মুহূর্ত তৈরি করে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, আমরা এই মেহেদি উৎসব আয়োজন করতে পেরেছি। এটি আমাদের অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টা ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতারই একটি অংশ। আমাদের মূল্যবান গ্রাহক ও কর্মীদের সঙ্গে এভাবে ঈদ উদযাপন নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করবে।”
এই উৎসব শুধু ঈদের আনন্দ উদযাপনই নয়, বরং আইপিডিসি প্রীতির দৃঢ় সম্পর্ক ও সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করার একটি অনন্য সুযোগ।