টেকভিশন২৪ ডেস্ক: আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপল আইওএস ২৬-এর পাবলিক বেটা সংস্করণ চালু করেছে। শরতে প্রকাশিতব্য এই বড় আপডেটে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যা হোম ও লক স্ক্রিনসহ পুরো অপারেটিং সিস্টেমে স্বচ্ছ ও আধুনিক লুক যোগ করবে।
এবারের আপডেটে মূলত ব্যবহারযোগ্যতা ও দৈনন্দিন সুবিধা বৃদ্ধির দিকে জোর দিয়েছে অ্যাপল। ফোন ও মেসেজেস অ্যাপে আসছে স্প্যাম ও আননোন সেন্ডার ফিল্টার, কল ওয়েটিং অবস্থায় লাইন ধরে রাখার সুবিধা এবং ফটোস অ্যাপে পুরোনো একটি জনপ্রিয় ফিচারের প্রত্যাবর্তন। সিরির বড় কোনো পরিবর্তন না এলেও ভবিষ্যতে উন্নত এআই মডেলের ওপর ভিত্তি করে নতুন সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে।
ডেভেলপার বেটা ৫-এ যুক্ত হয়েছে পাসকোড স্ক্রিন ও কন্ট্রোল সেন্টারে নতুন অ্যানিমেশনসহ ফেসটাইমে অনুপযুক্ত কন্টেন্ট শনাক্ত করে ভিডিও ফ্রিজ করার সুবিধা। বেশিরভাগ সাম্প্রতিক আইফোন মডেলেই এই বেটা ও চূড়ান্ত সংস্করণ ডাউনলোড করা যাবে।
সূত্র: এনগ্যাজেট