টেকভিশন২৪ ডেস্ক: এই সপ্তাহেই আইওএস ২৬-এর প্রথম পাবলিক বেটা উন্মুক্ত হচ্ছে। গত সপ্তাহে ব্লুমবার্গের গারম্যান সামাজিক মাধ্যমে জানান, ২৩ জুলাইয়ের কাছাকাছি আইওএস ২৬ পাবলিক বেটা প্রকাশিত হতে পারে।
অ্যাপল পূর্বেই জানিয়েছিল, জুলাই মাসে আইওএস ২৬-এর পাবলিক বেটা আসবে, তবে নির্দিষ্ট তারিখ জানায়নি। একইসঙ্গে আইপ্যাডওএস ২৬, ম্যাকওএস ২৬, টিভিওএস ২৬, ওয়াচওএস ২৬ এবং হোমপড সফটওয়্যার ২৬-এর পাবলিক বেটাও উন্মুক্ত হবে। এইবারই প্রথম অ্যাপল এয়ারপডসের নতুন ফার্মওয়্যারের পাবলিক বেটা দিচ্ছে, যদিও ভিশনওএস ২৬ পাবলিক বেটা আসছে না।
সাধারণ ব্যবহারকারীরা অ্যাপল বেটা সফটওয়্যার প্রোগ্রামে ফ্রি রেজিস্ট্রেশন করে এসব বেটা সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। তবে ইনস্টল করার আগে ডিভাইস ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, আইওএস ২৭ নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। গারম্যান জানিয়েছেন, অ্যাপল শিগগিরই আইওএস ২৭ এর উন্নয়ন কাজ শুরু করবে এবং এতে ফোল্ডেবল আইফোনের জন্য বিশেষ ফিচার অগ্রাধিকার পাবে। ফোল্ডেবল ডিভাইসটি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসতে পারে।