বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
31.3 C
Dhaka

ঢাকায় চলছে স্পেকট্রাম ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে ঢাকায় শুরু হয়েছে তিনদিনব্যাপী স্পেকট্রাম ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম। রাজধানীর একটি অভিজাত হোটেলে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই সিম্পোজিয়ামে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, ইরান, অস্ট্রেলিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, ভানুয়াতু, টোঙ্গা ও লাওসসহ সংশ্লিষ্ট দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থার প্রধান, টেলিযোগাযোগ অপারেটর, সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়া-প্যাসিফিক টেলিযোগাযোগ সংস্থা (এপিটি)-এর সহযোগিতায় আয়োজিত এই সিম্পোজিয়ামে সিঙ্গাপুরের সিসকো ও ইনমার্স্যাট, হংকংয়ের জিএসএমএ, জাপানের কেডিডিআই কর্পোরেশন, গ্লোবাল স্যাটেলাইট অপারেটরস অ্যাসোসিয়েশন, অ্যামাজন, মেটা, স্টারলিংক, কোয়ালকম ইন্ডিয়া, হুয়াওয়ে টেকনোলজিস, টেলিনর এশিয়া, অস্ট্রেলিয়ার প্যালেস কনসাল্টিং এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি অংশগ্রহণ করছে।

বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ এমদাদ উল বারী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসিফিক টেলিযোগাযোগ সংস্থার মহাসচিব মাসানোরি কন্দো।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান বলেন, রেডিও স্পেকট্রাম একটি দুর্লভ ও মূল্যবান সম্পদ, যার সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব। তিনি উল্লেখ করেন, এশিয়া-প্যাসিফিক টেলিযোগাযোগ সংস্থার সদস্য দেশসমূহের জন্য এই সিম্পোজিয়াম প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং টেলিযোগাযোগ খাতের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সহায়ক হবে।

এশিয়া-প্যাসিফিক টেলিযোগাযোগ সংস্থার মহাসচিব মাসানোরি কন্দো বলেন, সিম্পোজিয়ামটি মূলত স্পেকট্রাম নীতি, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নীতিনির্ধারক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তিনি বলেন, জাতীয় স্পেকট্রাম কৌশল প্রণয়ন, স্পেকট্রাম ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যা সদস্য দেশগুলোর নীতিমালা প্রণয়নে কার্যকর ভূমিকা রাখবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী বলেন, বিশ্বজুড়ে ডিজিটাল সংযোগ সম্প্রসারণের জন্য পর্যাপ্ত ও সাশ্রয়ী স্পেকট্রামের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এপিটি সদস্য দেশসমূহের জন্য একটি বিস্তৃত স্পেকট্রাম রোডম্যাপ তৈরি করছে, যা কার্যকরভাবে স্পেকট্রাম ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ ও নীতিনির্ধারণী কাঠামো তৈরিতে সহায়ক হবে।

এই সিম্পোজিয়ামের মূল লক্ষ্য হলো ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব রেডিও যোগাযোগ সম্মেলনের (WRC-23) ফলাফল বিশ্লেষণ, নতুন আইসিটি উদ্ভাবন এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে স্পেকট্রাম ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ।

তিনদিনব্যাপী এই সিম্পোজিয়ামের আলোচনার মূল বিষয়সমূহ হলো:

    ডিজিটাল সংযোগ এবং জাতীয় স্পেকট্রাম কৌশল

    প্রত্যন্ত অঞ্চলে টেলিযোগাযোগ সম্প্রসারণের জন্য স্পেকট্রাম নীতি

    স্পেকট্রাম ব্যান্ডউইডথের চাহিদা পূরণ ও ভবিষ্যৎ স্পেকট্রাম ব্যবস্থাপনার পরিকল্পনা

    স্পেকট্রাম ব্যবস্থাপনায় সেরা অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়

    স্পেকট্রামের মূল্য নির্ধারণ এবং ব্যাবস্থাপনায় নতুন প্রযুক্তির ব্যবহার

    আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে স্পেকট্রাম ব্যবহারের সমন্বয়

এশিয়া-প্যাসিফিক টেলিযোগাযোগ সংস্থার ২০২৪-২০২৬ কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল কানেক্টিভিটি প্ল্যাটফর্মের আওতায় স্পেকট্রামের কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রথম দিনে আলোচনার বিষয়

    ২০২৪-২০২৬ সালের কৌশলগত পরিকল্পনা ও জাতীয় স্পেকট্রাম নীতি

    ডিজিটাল সংযোগের জন্য স্পেকট্রামের গুরুত্ব

দ্বিতীয় দিনে আলোচনার বিষয়

    স্পেকট্রাম ব্যবস্থাপনা ও মূল্য নির্ধারণের কৌশল

    স্পেকট্রাম নীতির মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা

তৃতীয় দিনে আলোচনার বিষয়

    স্পেকট্রাম ব্যবস্থাপনায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার

    স্পেকট্রামের নিয়ন্ত্রক কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা

এই সিম্পোজিয়াম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং স্পেকট্রাম ব্যবস্থাপনার সর্বোচ্চ কার্যকরতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয়ের সুযোগ সৃষ্টি করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশ-এর নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকের আরও দোরগোড়ায় গ্রাহকসেবা নিশ্চিত করতে নতুন...

এলো নতুন এআই ল্যাপটপ ‘এ১৬’

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত তাইওয়ানিজ প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট এবার...

সর্বশেষ

ডিআরসি ও ইউসেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল রেসপন্স সেন্টার (ডিআরসি) এবং ইউনিভার্সিটি অব...

শুধু প্রযুক্তি নয়, একসাথে এগিয়ে চলার গল্প বলল ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন...

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

বাংলাদেশে গুগল পে নাকি গুগল ওয়ালেট চালু হয়েছে?

গোলাম দাস্তগীর তৌহিদ: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img