বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
22 C
Dhaka

শুরু হয়েছে আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর আয়োজিত হয় উইকিমিডিয়ার আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি’ (Wiki Loves Bangla)। ২০২৪ সালে প্রথমবারের মতো মাসব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বছর প্রতিযোগিতা চলবে ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

- Advertisement -

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ‘বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচি’র অংশ হিসেবে প্রতিযোগিতাটি আয়োজন করেছে ‘বাংলা উইকিমৈত্রী’। প্রতিবছর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে বিভিন্ন বিষয়ের উপর এই আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজিত হয়। এবারের বিষয় ‘বাংলার পাখি’। বঙ্গ অঞ্চলের পাখির ছবি জমা দিয়ে বিশ্বের যে কোনো স্থান থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় একজন একাধিক ছবি জমা দিতে পারবেন।

আয়োজকদের মতে, বাংলার পাখির ছবি সংরক্ষণ ও প্রচার বঙ্গ অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটালভাবে আলোকচিত্র সংরক্ষণ কেবলমাত্র ইতিহাস ও সংস্কৃতি রক্ষার জন্য নয়, বরং ভবিষ্যৎ গবেষণা, শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রেও অত্যন্ত মূল্যবান। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলার প্রকৃতি ও জীববৈচিত্র্যকে দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকবে।

প্রতিযোগিতা শেষে সেরা ১০০ আলোকচিত্র আন্তর্জাতিক বিচারকদের কাছে পাঠানো হবে এবং সেরা ১০টি আলোকচিত্র আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ৫০ হাজার, ২য় স্থান অর্জনকারীকে ২৫ হাজার এবং ৩য় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও শীর্ষ ১০ জন বিজয়ীদের জন্য থাকবে ক্রেস্ট এবং সনদপত্র।

প্রতিযোগিতার আয়োজক ‘বাংলা উইকিমৈত্রী’ একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়, সহযোগী ও অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে। ২০২৩ সালে মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে এই উইকিমিডিয়া হাব প্রতিষ্ঠিত হয়।

প্রতিযোগিতা সম্পর্কে আরও জানা যাবে এই লিংক থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

২০তম বিডিনগ ৪ দিনের সম্মেলন ও কর্মশালা সিলেটে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২০তম...

সর্বশেষ

অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি অটোমোটিভ সফটওয়্যার...

উল্কাসেমির ট্রেনিং ইন্সটিটিউট উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর অঙ্গনে এক...

ঢাকায় নতুন কম্পিউটার মার্কেট উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর নিউ ইস্কাটন রোড গড়ে উঠছে প্রযুক্তিপণ্যের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img