টেকভিশন২৪ ডেস্ক: ইউটিউব শর্টসে পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে গুগলের ভিজ্যুয়াল সার্চ টুল গুগল লেন্স। এই ফিচার চালু হলে শর্ট ভিডিওর মধ্যে যেকোনো কিছু থামিয়ে দেখে সেটি সম্পর্কে আরও তথ্য খুঁজে পাওয়া যাবে সরাসরি লেন্স ব্যবহার করে। ফিচারটি এই সপ্তাহ থেকেই ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য চালু হতে শুরু করেছে।
লেন্স ব্যবহারের জন্য ভিডিওটি থামিয়ে ওপরের মেনু থেকে লেন্স সিলেক্ট করতে হবে এবং এরপর ভিডিওর কোনো অংশে ট্যাপ বা হাইলাইট করলেই লেন্স কাজ করবে। সংশ্লিষ্ট ভিজ্যুয়াল বা সার্চ রেজাল্ট সরাসরি ভিডিওর ওপরেই দেখাবে।
পরীক্ষার এই পর্যায়ে লেন্সের ফলে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং যেসব শর্টসে ইউটিউব শপিং লিংক বা পেইড প্রোমোশন রয়েছে, সেগুলোতে লেন্স কাজ করবে না। যদিও এটি এখনই কেনাকাটার জন্য নয়, তবে ভবিষ্যতে শপিং-নির্ভর ফিচার হিসেবে ব্যবহারের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: এনগ্যাজেট