বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
31.3 C
Dhaka

এআই গেমিং ল্যাপটপে গিগাবাইটের চমক

টেকভিশন২৪ ডেস্ক : গিগাবাইট টেকনোলজি, বিশ্ববিখ্যাত উচ্চ পারফরম্যান্স কম্পিউটিং প্রযুক্তির নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, ২০২৫ সালের কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ তাদের নতুন অরোস এবং গিগাবাইট অ্যারো/গেমিং এআই গেমিং ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে। এই নতুন ল্যাপটপ সিরিজটি ১০০টি ফুল-ব্লুমিং এআই ফিচার নিয়ে এসেছে, যা এআই পিসি মার্কেটের দখল নিতে প্রস্তুত।

বিশ্বের প্রথম এআই গেমিং ফ্ল্যাগশিপ ল্যাপটপ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটে অরোস মাস্টার ১৬ দিয়ে, যা ইন্টেল কোর আল্ট্রা ২০০এইচএক্স সিরিজ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ দিয়ে শক্তিশালী। এই ল্যাপটপটি অসাধারণ এআই কম্পিউটিং এবং গেমিং পারফরম্যান্স প্রদান করছে।

নতুন অরোস গেমিং ল্যাপটপ সিরিজে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৭৫এইচএক্স প্রসেসর, যার মধ্যে ২৪টি কোর রয়েছে, ৮টি পারফরম্যান্স কোর এবং ১৬টি ইফিশিয়েন্সি কোর। এছাড়াও, এতে একটি ইনটিগ্রেটেড এনপিইউ এআই ইঞ্জিন রয়েছে, যা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় ৩.৬ গুণ বেশি এআই পারফরম্যান্স প্রদান করে।

এনভিডিয়া ব্লাকওয়েল দ্বারা চালিত জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ গেমার এবং ক্রীয়েটরদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। এনভিডিয়া ডিএলএসএস ৪-এর মাধ্যমে পারফরম্যান্স উন্নত করা, অবিশ্বাস্য গতিতে চিত্র তৈরি করা এবং এনভিডিয়া স্টুডিও (NVIDIA Studio) এর মাধ্যমে সৃজনশীলতা উন্মুক্ত করা সম্ভব হয়েছে।

গিগাবাইট তাদের নিজস্ব এআই সহায়ক জিম্যাট সিরিজের এই নতুন ল্যাপটপগুলোর সাথে যুক্ত করেছে। জিম্যাট হলো একটি স্মার্ট এআই সঙ্গী, যা ব্যবহারকারীদের সম্পূর্ণ ল্যাপটপ সেটিংস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি স্বজ্ঞাত এবং পূর্বানুমানিক সেবা প্রদান করে, ফলে ব্যবহারকারীরা সহজ কথাবার্তায় কমান্ড দিতে পারেন।

গিগাবাইটের এক্সক্লুসিভ উইন্ডফোর্স ইনফিনিটি ইএক্স ( WINDFORCE Infinity EX) কুলিং প্রযুক্তি এবার অরোস মাস্টার সিরিজে আরও উন্নত হয়েছে। এটি ২৭০ ওয়াট পর্যন্ত তাপ নির্গমন করতে সক্ষম এবং নতুন ডিজাইনের ফ্রস্ট ফ্যান ব্যবহার করে কুলিং দক্ষতা বৃদ্ধি করেছে। এই কুলিং প্রযুক্তি গেমারদের সর্বোচ্চ পারফরম্যান্সে কাজ করার সুযোগ প্রদান করে।

অরোস মাস্টার ১৬ ল্যাপটপে রয়েছে ২৪০হার্জের ওএলইডি ডিসপ্লে, যা গেমসের চিত্রকে জীবন্ত করে তোলে। এছাড়াও, ডলবি অ্যাটমস এবং এক্সক্লুসিভ অডিও প্রযুক্তি ব্যবহার করে অডিওর অভিজ্ঞতাকে নতুন স্তরে নিয়ে যাওয়া হয়েছে।

গিগাবাইট তাদের অরোস মাস্টার গেমিং ল্যাপটপের নতুন সিরিজটি এখন নির্বাচিত চ্যানেলগুলির মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশ-এর নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকের আরও দোরগোড়ায় গ্রাহকসেবা নিশ্চিত করতে নতুন...

এলো নতুন এআই ল্যাপটপ ‘এ১৬’

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত তাইওয়ানিজ প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট এবার...

সর্বশেষ

ডিআরসি ও ইউসেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল রেসপন্স সেন্টার (ডিআরসি) এবং ইউনিভার্সিটি অব...

শুধু প্রযুক্তি নয়, একসাথে এগিয়ে চলার গল্প বলল ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন...

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

বাংলাদেশে গুগল পে নাকি গুগল ওয়ালেট চালু হয়েছে?

গোলাম দাস্তগীর তৌহিদ: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img