গিগাবাইট অরাসের বন্ধুত্বের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: শনিবার (৭ ডিসেম্বর) ধানমন্ডিতে গিগাবাইট অরাসের সৌজন্যে অনুষ্ঠিত হলো বন্ধুত্বের দৌড় প্রতিযোগিতা। রাজধানীর অন্যতম বড় সৌখিন ও অপেশাদার দৌড়বিদদের সংগঠন টিম ধানমন্ডি আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস বিভাগের পরিচালক জাফর আহমেদ, গিগাবাইট বাংলাদেশের ই-স্পোর্টস ইভেন্ট কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম আবির এবং কমিউনিটি ম্যানেজার মোস্তফা মনোয়ার।

অতিথিরা তাদের বক্তব্যে শারীরিক সুস্থতা এবং সামাজিক সংহতি রক্ষায় কমিউনিটি-ভিত্তিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। বিজয়ের মাসে অনুষ্ঠিত এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল পরস্পরের মধ্যে বন্ধুত্ব এবং সামাজিক সংহতি জোরদার করা। টিম ধানমন্ডি বিশ্বাস করে, এ ধরনের দৌড় প্রতিযোগিতা কেবল শারীরিক সক্রিয়তা বৃদ্ধির মাধ্যম নয়, বরং বন্ধুত্ব এবং সামাজিক সহমর্মিতার বন্ধন শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রায় ২০০ সৌখিন ও অপেশাদার নারী-পুরুষ দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১০ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ধানমন্ডি ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসেন।

টিম ধানমন্ডি দীর্ঘদিন ধরে প্রাত্যহিক দৌড় এবং শরীরচর্চার মাধ্যমে স্থানীয় কমিউনিটিকে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে আসছে। তারা এর আগেও আল্ট্রা ম্যারাথন, ১৬ কিলোমিটার বিজয় দিবস দৌড় এবং শিশুদের জন্য বিশেষ দৌড় প্রতিযোগিতার মতো উদ্যোগের মাধ্যমে সচেতনতা বাড়িয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন