টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বাড়াতে চারদিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। অংশ নিয়েছেন ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি।
এ সামিটের মূল লক্ষ্য বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন করা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংযোগ তৈরি করা।
ইতোমধ্যে ৫০টি দেশের ২ হাজার ৩০০-এর বেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন। যার মধ্যে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন।
এদিকে, সামিটের অংশ হিসেবে সকাল থেকে দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধিদলসহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড, চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ ইকোনমিক জোন পরিদর্শন করছেন। বিস্তারিত পড়তে!
আজ (সোমবার, ৭ এপ্রিল) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিনিয়োগ সামিটে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দল- বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।