টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেস ভারতে পুনরায় কার্যক্রম চালুর পরিকল্পনা করছে। প্রায় দুই বছর আগে ভারতে কার্যক্রম বন্ধের পর এবার ভারতের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ)-এর অনুমোদন নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে, ২০২২ সালে ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) চালুর মাধ্যমে ভারতে কার্যক্রম শুরু করেছিল কয়েনবেস। কিন্তু ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (এনপিসিআই) কয়েনবেসের কার্যক্রম স্বীকৃতি না দেওয়ায় মাত্র তিন দিনের মধ্যেই পরিষেবা বন্ধ করতে বাধ্য হয় তারা। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে পরে কয়েনবেসের সিইও ব্রায়ান আর্মস্ট্রং জানান।
বিনান্স ইতোমধ্যে ভারতে এফআইইউ-এর নীতিমালা মেনে পুনরায় কার্যক্রম চালু করেছে, যা অন্যান্য আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই কয়েনবেসের পুনরায় ভারতে প্রবেশের সম্ভাবনাও উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।
কয়েনবেসের প্রধান আইনি কর্মকর্তা পল গ্রেওয়াল সম্প্রতি ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ডে যোগ দিয়েছেন, যা প্রতিষ্ঠানটির ভারতমুখী আগ্রহকেই ইঙ্গিত দেয়। তিনি বলেন, ভারত দ্রুত বর্ধনশীল ওয়েব৩ ইকোসিস্টেমের একটি কেন্দ্র এবং এটি আন্তর্জাতিক ক্রিপ্টো বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে ভারতে ৩০% কর এবং প্রতিটি লেনদেনে ১% উৎসে কর কর্তনের বিধি থাকায় দেশটিতে ক্রিপ্টো বাজার এখনো ছোট। কিন্তু দেশীয় এক্সচেঞ্জ ওয়াজিরএক্সের পতনের পর কয়েনবেসের এন্ট্রি ভারতীয় ক্রিপ্টো খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
সূত্র : টেকক্রাঞ্চ