বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
32 C
Dhaka

চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও বিডিওএসএনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই, সিআইইউ) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর মধ্যে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) প্রচার ও প্রসারে এক যৌথ অংশীদারিত্বে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

- Advertisement -

চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। এছাড়াও অন্যান্যদের মধ্যে ড: সৈয়দ মনজুর কাদের প্রফেসর এবং ডিন সিআইইউ বিজনেস স্কুল, শারমিন রড্রিগজ সহকারী প্রফেসর এবং সহকারী ডিন,লিবারেল আর্টস এবং সোশ্যাল সায়েন্সের স্কুল, রেজিস্ট্রার জনাবা আনজুমান বানু লিমা এবং সহকারী রেজিস্ট্রার রুমা দাশ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের এবং ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ এর সভাপতি মুনির হাসান।

সমঝোতা স্মারক অনুযায়ী, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি রোবটিক্স লার্নিং সেন্টার স্থাপন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মেন্টর হিসেবে গড়ে তোলা হবে। চুক্তি অনুযায়ী বিডিওএসএন-এর প্রতিনিধিগন একটি এডভান্সড রোবটিক্স কিট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হস্তান্তর করেন, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির পক্ষে কিটটি গ্রহন করেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। এছাড়াও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে হাতে-কলমে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে বিডিওএসএন।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রতিযোগিতাসমূহ সিআইইউ-তে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট জনবল ও অবকাঠামো ব্যবহার করে এলাকার স্কুল ও শিক্ষার্থীদের রোবটিক্সে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ডঃ আসিফ ইকবাল বলেন, “এই অংশীদারিত্ব রোবটিক্স শিক্ষাকে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সহায়ক হবে এবং আগামী প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তুলবে।”

সমঝোতা স্মারকটি উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন। এই সহযোগিতার মেয়াদ প্রাথমিকভাবে দুই বছর এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নযোগ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় বিআইটিপিএফসি’র নলেজ শেয়ারিং প্রোগ্রাম সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিসিবির পরিচালক হলেন ওরাকল কান্ট্রি ডিরেক্টর রুবাবা দৌলা

টেকভিশন২৪ ডেস্ক: নির্বাচনের এক দিন পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের...

সর্বশেষ

দেশে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন...

১৫ সিরিজের ফাইভজি ‘এআই পার্টি ফোন’ আনল রিয়েলমি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি ১৫ সিরিজ উন্মোচনের...

পিৎজা কিনে বিকাশ পেমেন্টে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনার মতো বিভাগীয়...

বাংলাদেশে নতুন আইফোন নিয়ে এলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ডেড রিটেইল চেইন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img