মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ
26 C
Dhaka

বিইউবিটি এবং বিডিওএসএনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৫ সালের বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড আয়োজনের উদ্দেশ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগটির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) সম্পর্কে ধারণা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণের প্রস্তুতিতে সহায়ক হবে।

- Advertisement -

বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫-এর আওতায় বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে প্রস্তুতিমূলক কর্মশালা, সচেতনতা মূলক প্রচারণা এবং এআই সম্পর্কিত বিভিন্ন সেশন অন্যতম। এসবই শিক্ষার্থীদের এআই-সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের সবচেয়ে প্রতিভাবান শিক্ষার্থীদের একটি দল গঠন করা। যারা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিটি স্বাক্ষর করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এবং বিডিএআইও-এর দলনেতা ও বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক অধ্যাপক বি এম মইনুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান, বিইউবিটির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ, বিভিন্ন অনুষদের ডিন এবং বিইউবিটি আইকিউএসি ও বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ।

অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য বলেন, “এই অলিম্পিয়াড বাংলাদেশের এআই খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।” অধ্যাপক বি এম মইনুল হোসেন তার বক্তব্যে বলেন, “এই উদ্যোগ প্রযুক্তি ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে।” বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান বলেন, “এই সমঝোতা স্মারক দেশের এআই দক্ষতাকে আরও এগিয়ে নিয়ে যাবে।” অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ তার বক্তব্যে এআই দক্ষতার উন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক সুযোগ-সুবিধা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিযোগিতাটি তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে—প্রথমে অনলাইন প্রাথমিক রাউন্ড, তারপর আঞ্চলিক হাইব্রিড রাউন্ড, এবং শেষ পর্যায়ে চূড়ান্ত জাতীয় রাউন্ড, যা অফলাইনে অনুষ্ঠিত হবে। শীর্ষস্থানীয় প্রতিযোগীদের গ্লোবাল এআই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে, পাশাপাশি আন্তর্জাতিক এআই ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিদের সম্মান জানাতে একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে।

এই উদ্যোগ বাংলাদেশের এআই প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্মি আইবিএ আইটি ক্লাব উদ্বোধন করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

টেকভিশন২৪ ডেস্ক: সাভার ক্যান্টনমেন্টের আর্মি আইবিএ অডিটোরিয়ামে গত ২৬...

বাহরাইনে উইটসার বোর্ড মিটিংয়ে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় তাদের বোর্ড মিটিংয়ের আয়োজন...

সর্বশেষ

স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস...

বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড প্রো ৫আই

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো...

৮ ডিসেম্বর শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।...

ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img