টেকভিশন২৪ ডেস্ক: চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্রডকম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিপুল চাহিদার পূর্বাভাস দিয়ে বিনিয়োগকারীদের মন জয় করেছে। এর ফলে কোম্পানিটির শেয়ার মূল্য ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।
ব্রডকমের সিইও হক ট্যান বৃহস্পতিবার জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে ৬০ থেকে ৯০ বিলিয়ন ডলার আয়ের সুযোগ তৈরি হতে পারে। এটি বর্তমান বাজার আকারের চেয়ে চারগুণ বড়।
টিডি কাউয়েনের বিশ্লেষকরা বলেছেন, ব্রডকমের পূর্বাভাস বিশাল, তবে তা প্রমাণ বা খণ্ডন করা কঠিন। রোজেনব্লাট সিকিউরিটিজের বিশ্লেষক হান্স মোজেসম্যানের মতে, ২০২৭ সালের বাজারে ব্রডকমের শেয়ার ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ হতে পারে।
ব্রডকম ২০২৪ অর্থবছরে এআই থেকে ১২.২ বিলিয়ন ডলার আয় করেছে, যা তার মোট বাজারের ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের বড় একটি অংশ।
বিনিয়োগকারীরা তুলনামূলক কম দামি ব্রডকম শেয়ার কিনছেন। কোম্পানিটির ১২-মাসের ফরওয়ার্ড পিই রেশিও ২৯.৮, যা এনভিডিয়ার ৩১.০৩-এর চেয়ে কম। এদিকে, এনভিডিয়া ও এএমডি’র শেয়ার ৩% কমলেও, ব্রডকমের ছোট প্রতিদ্বন্দ্বী মারভেলের শেয়ার প্রায় ৯% বৃদ্ধি পেয়েছে।
গ্রেট হিল ক্যাপিটালের চেয়ারম্যান থমাস হেইস বলেছেন, “যখন এআই মডেল প্রশিক্ষণ থেকে বাস্তব প্রয়োগে যাবে, তখন আরও অনেক চিপ নির্মাতা এনভিডিয়ার ওপর প্রভাব ফেলতে পারবে। ব্রডকম এ ক্ষেত্রে প্রথম ইঙ্গিত দিয়েছে।”
মাইক্রোসফট ও মেটার মতো ক্লাউড কোম্পানির জন্য কাস্টম চিপ সরবরাহে ব্রডকম বড় সুবিধা পাচ্ছে। ২০২৭ সালে এআই বাজারে ৫০ বিলিয়ন ডলারের শেয়ার দখলের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
সূত্র: রয়টার্স