টেকভিশন২৪ ডেস্ক: তীব্র শীত, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে শীতে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। প্রতিবার তীব্র শৈত্যপ্রবাহ এসে দরিদ্র মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলে। এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর যৌথ উদ্যোগে সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কার্যক্রমের ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি ঢাকায় শীতবস্ত্র বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন বাক্কোর নির্বাহী সমন্বয়কারী মোঃ সেলিম সরকার, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহ-সভাপতি কুমার বিশ্বজিত রায়, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ প্রমুখ।
এর আগে গত সপ্তাহে সংগঠন দুটির পক্ষ থেকে ঢাকার বাইরে দুটি এতিম খানায় শীতবস্ত্র বিতরণ করা হয়।