টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল আইফোন এবং অ্যাপল ওয়াচ থেকে প্রাপ্ত আচরণগত ডেটা ব্যবহার করে ৯২% নির্ভুলতায় গর্ভধারণ শনাক্ত করতে পারে বলে এক গবেষণায় জানানো হয়েছে।
“বিয়ন্ড সেন্সর ডেটা: ফাউন্ডেশন মডেলস অব বিহেভিয়রাল ডেটা ফ্রম ওয়্যারেবলস ইমপ্রুভ হেলথ প্রেডিকশনস” শীর্ষক এই গবেষণায় বলা হয়েছে, নতুন ওয়্যারেবল বিহেভিয়ার মডেল ঘুমের মান, হার্ট রেট ভেরিয়েবিলিটি, গতিশীলতা ও অন্যান্য স্বাস্থ্য সূচক নিরীক্ষা করতে পারে।
প্রায় ৪৩০টি গর্ভধারণের ডেটা এবং ২.৫ বিলিয়ন ঘণ্টার ওয়্যারেবল ডেটা ব্যবহার করে এই মডেলটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গর্ভাবস্থার সময়কাল ও প্রসব-পরবর্তী সময়কে “পজিটিভ” সপ্তাহ হিসেবে চিহ্নিত করা হয়।
এছাড়াও, ৫০ বছরের নিচের ২৪,০০০ এর বেশি নারী যারা গর্ভবতী নন, তাদের ডেটাও এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অ্যাপল ওয়াচের নতুন এই স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রযুক্তি ভবিষ্যতে গর্ভধারণ সনাক্ত করার ফিচার হিসেবে যুক্ত হতে পারে।