বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ
30 C
Dhaka

বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে অনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করতে কারখানা স্থাপন করবে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। আর এ লক্ষ্যে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সক্ষমতা জোরদার করাসহ দেশের ক্রেতাদের জন্য উন্নত মোবাইল প্রযুক্তি সহজলভ্য করতে অত্যাধুনিক এ কারখানা স্থাপন করবে অনার।

- Advertisement -

এ চুক্তিতে স্বাক্ষর করে অনারের সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝাও এবং স্মার্ট টেকনোলজিস বিডি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম। প্রত্যাশা করা হচ্ছে, প্রতিষ্ঠান দু’টির অংশীদারিত্ব দেশের প্রযুক্তিখাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। কারখানাটি কালিয়াকৈরের স্মার্ট হাইটেক পার্কে স্থাপন করা হবে। এর মাধ্যমে উপকৃত হবে দেশের ক্রেতারা। বৈশ্বিক উদ্ভাবন ও স্থানীয় সক্ষমতার সমন্বয়ের মাধ্যমে এ কারখানা থেকে উৎপাদিত ডিভাইসগুলো ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল যুক্ত হবে।

এ অংশীদারিত্ব নিয়ে জর্জ ঝাও বলেন, “বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময় ও দ্রুতবর্ধনশীল। এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ডিভাইস উৎপাদনের করে আমরা অনারের বৈশ্বিক এআই উদ্ভাবনকে বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই উদ্যোগ আমাদের স্থানীয় প্রতিভার বিকাশ, উৎপাদন এবং স্থানীয় পর্যায়ে উচ্চমানের ডিভাইস সরবরাহ নিয়ে অঙ্গীকারেরই প্রতিফলন।”

মো. জহিরুল ইসলাম বলেন, “আমরা ভবিষ্যৎ নিয়ে অনারের লক্ষ্যপূরণের অংশীদার হতে পেরে গর্বিত। এই উৎপাদন সুবিধা নতুন সুযোগ সৃষ্টি করবে,স্থানীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় অবদান রাখবে। এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেশেই বিশ্ব মানসম্পন্ন পণ্য তৈরির অপেক্ষায় রয়েছি।”

২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে অনার। এরপর থেকেই অনার দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান বজায় রেখেছে। অনার এর বৈশ্বিক লক্ষ্য – অনার আলফা প্ল্যানের মাধ্যমে প্রযুক্তিগত উৎকর্ষ, ক্রেতাকেন্দ্রিক উদ্ভাবনের পাশাপাশি বিশ্বুজুড়েই সকল ক্রেতাদের জন্য  জন্য নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশে নতুন এ কারখানা স্থাপন অনারের সে প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা যৌথ প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব নিয়ে ব্র্যান্ডটির কার্যক্রমকে আরও দৃঢ় করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

প্রথম প্রান্তিকে ওয়ালটনের প্রবৃদ্ধি ৪৮ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে...

ঢাকায় নতুন কম্পিউটার মার্কেট উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর নিউ ইস্কাটন রোড গড়ে উঠছে প্রযুক্তিপণ্যের...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

নতুন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প চালু করছে বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বিপিও তথা আউটসোর্সিং শিল্পকে আরও এগিয়ে নিতে...

ভ্রমণবান্ধব জীবনযাপন বদলে দিচ্ছে স্মার্টফোনের চাহিদার ধরন

টেকভিশন২৪ ডেস্ক: সপ্তাহান্তের ছোট্ট ভ্রমণ, রোড ট্রিপ কিংবা সমুদ্রতীরে...

বাংলালিংকের নতুন সিএমও কাজী মাহবুব হাসান

টেকভিশন২৪ ডেস্ক: কাজী মাহবুব হাসানকে নতুন চিফ মার্কেটিং অফিসার...

বিকাশ অ্যাপে ৫০ লাখ ডিপিএস চালু

টেকভিশন২৪ ডেস্ক: চালু হওয়ার মাত্র চার বছরেই বিকাশ অ্যাপ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img