শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি

টেকভিশন২৪ ডেস্ক : দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজবাংলাদেশ রেকর্ড সাফল্যের সাথে তাদের ‘১১.১১ বছরের সবচেয়ে বড় সেল’ক্যাম্পেইন সম্পন্ন করেছে। ২০২৫ সালের অন্য যেকোনো ক্যাম্পেইনেরতুলনায় এবারের ১১.১১-তে ১০ গুণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশেরই-কমার্স খাতে একটি অনন্য দৃষ্টান্ত। এবছর লাখো গ্রাহকের স্বতঃস্ফূর্তঅংশগ্রহণে মুখর ছিল এই আয়োজন, যেখানে আকর্ষণীয় সব ডিল এবংএক্সক্লুসিভ ভাউচারের মাধ্যমে গ্রাহকরা সব ক্যাটাগরি মিলিয়ে ৬.৬ কোটিটাকারও বেশি সাশ্রয় করেছেন। এই সাফল্যের মূল চালিকাশক্তি ছিলঅথেনটিক পণ্যের নিশ্চয়তা প্রদানকারী চ্যানেল ‘দারাজমল’। সাধারণবিক্রেতাদের তুলনায় দারাজমলের ব্র্যান্ডগুলোতে ১০ গুণ বেশি প্রবৃদ্ধি লক্ষ্যকরা গেছে, যা ব্র্যান্ডেড ও আসল পণ্যের প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থারইপ্রতিফলন।

- Advertisement -

পুরো ক্যাম্পেইন জুড়ে গ্রাহকদের কেনাকাটার তালিকায় শীর্ষে ছিল হোমঅ্যাপ্লায়েন্স, মোবাইল ও মোবাইল এক্সেসরিজ, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালিপণ্য, বাথ অ্যান্ড বডি, স্কিনকেয়ার, ঘড়ি, জুতা, এবং নারী ও পুরুষের ফ্যাশনসামগ্রী। সর্বাধিক বিক্রিত পণ্যের মধ্যে হায়ার ওয়াশিং মেশিন ও গিজার, অ্যাডিডাস স্নিকার্স, ফাস্ট্র্যাক ঘড়ি, নিভিয়া ময়েশ্চারাইজিং ক্রিম, চিনিগুঁড়াচাল, এক্সিকিউটিভ অফিস চেয়ার, মিনিস্টার ওয়ান ওয়াশ, হিমালয়ানারিশিং স্কিন ক্রিম, লাক্স বডি ওয়াশ, স্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার, সার্ফ এক্সেল লিকুইড, ইলেকট্রিক কেটলি এবং কমফোর্টার ছিলউল্লেখযোগ্য। নিত্যপ্রয়োজনীয় এবং লাইফস্টাইল- উভয় ধরনের পণ্যেরক্ষেত্রে গ্রাহকদের প্রবল আগ্রহ পরিলক্ষিত হয়েছে।

ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি এবং লাইফস্টাইল ক্যাটাগরিতেদারাজমলের ব্র্যান্ডগুলো অসামান্য সাফল্য অর্জন করেছে। হায়ার, রিয়েলমি, টিপি-লিংক, বাটা, কারেন, গুডম্যান, নিভিয়া, স্কিনও, বুনিয়াদি, লোটো, রিগ্যাল ফার্নিচার, মার্কস, ডেটল, হিমালয়া, প্যারাসুট এবং এসকেএফকর্পোরেশনের মতো ব্র্যান্ডগুলো ছিল গ্রাহকদের পছন্দের শীর্ষে। দারাজমলেরনির্ভরযোগ্যতা, পণ্যের গুণগত মান এবং সেরা অফারগুলোই গ্রাহকদের এইবিপুল অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছে।

এবারের ১১.১১ ক্যাম্পেইনে গ্রাহকদের আচরণের একটি উল্লেখযোগ্যপরিবর্তন ছিল ডিজিটাল পেমেন্টের ব্যাপক প্রসার। মোট বিক্রয়ের ৫০শতাংশেরও বেশি পেমেন্ট সম্পন্ন হয়েছে ব্যাংক কার্ড এবং মোবাইলফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে, যা ক্যাশলেস লেনদেনের প্রতি মানুষেরক্রমবর্ধমান আস্থার ইঙ্গিত দেয়। এছাড়া, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম মোটবিক্রয়ে ২০ শতাংশেরও বেশি অবদান রেখেছে, যা ই-কমার্স ইকোসিস্টেমেকন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের ভূমিকার গুরুত্ব প্রমাণ করে।পাশাপাশি, নতুন গ্রাহক তৈরির ক্ষেত্রেও এই ক্যাম্পেইন ছিল সফল; মোটবিক্রয়ের ২৫ শতাংশেরও বেশি এসেছে দারাজে নতুন কেনাকাটা করাগ্রাহকদের কাছ থেকে। দারাজের দেশব্যাপী বিস্তৃত লজিস্টিকস নেটওয়ার্কেরসক্ষমতার প্রমাণ দিয়ে রংপুর থেকে কক্সবাজার পর্যন্ত ৬৯০ কিলোমিটারদূরত্বে সফলভাবে পণ্য পৌঁছে দেওয়া হয়েছে, যা ছিল এই ক্যাম্পেইনেরদীর্ঘতম ডেলিভারি।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “ডিজিটাল কমার্সের সক্ষমতা, গ্রহণযোগ্যতা এবং প্রভাবআবারও প্রমাণ করেছে এবারের ১১.১১ ক্যাম্পেইন। আমাদের ওপরগ্রাহকদের আস্থা, দারাজমল পার্টনারদের সহযোগিতা এবং হাজারোসেলারের নিরলস প্রচেষ্টাই এই রেকর্ড প্রবৃদ্ধির মূল কারণ। দেশজুড়েগ্রাহকদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময়, নির্ভরযোগ্য এবং ফলপ্রসূ অনলাইনশপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনবদ্য সাশ্রয়, ডিজিটাল পেমেন্টের দ্রুত বিকাশ, ব্র্যান্ডগুলোর ব্যাপকঅংশগ্রহণ এবং দারাজমলের রেকর্ড সাফল্যের মধ্য দিয়ে ১১.১১ ক্যাম্পেইন২০২৫ আবারও প্রমাণ করলো যে, দারাজ বাংলাদেশই দেশের সবচেয়েনির্ভরযোগ্য অনলাইন শপিং গন্তব্য এবং ক্রেতা-বিক্রেতা ও ব্র্যান্ডগুলোরজন্য বছরের সবচেয়ে বড় উৎসব।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ উদ্বোধন; চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮...

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে...

সর্বশেষ

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে...

সিটি আইটি মেগা ফেয়ারে আসুসের ফ্ল্যাগশিপ লাইনআপ

টেকভিশন২৪ ডেস্ক:  বিখ্যাত ব্র্যান্ড আসুস অংশ নিয়েছে সিটি আইটি...

এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলো উল্কাসেমি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সেমিকন্ডাক্টর সক্ষমতাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার...

সিটি আইটি মেগা ফেয়ারে গ্লোবাল ব্র্যান্ডের বহুবিধ অফার

টেকভিশন২৪ ডেস্ক: সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এর দ্বিতীয় দিন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img