টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি-এর সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বেসিস-এর নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।
সাক্ষাৎকালে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সামগ্রিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। প্রশাসক হাফিজুল্লাহ্ খান লিটন বেসিসের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রগতির সারসংক্ষেপ সচিবের নিকট উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত বর্তমানে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং জিডিপি প্রবৃদ্ধিতে এই খাতের ভূমিকা ক্রমবর্ধমান। বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বেসিস-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত প্রশাসকের চৌকস ও গতিশীল নেতৃত্বে বেসিস তার কাঙ্ক্ষিত অভীষ্ট অর্জনে সক্ষম হবে। এ সময় দ্রুততম সময়ে বেসিস-এর নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের নিকট দায়িত্ব হস্তান্তরের বিষয়ে উভয়ে আলোচনা করেন যাতে সংগঠনটি তার স্বাভাবিক কার্যক্রমে দ্রুত ফিরে এসে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।